Advertisement
Advertisement

আগামী বছরই ই-পাসপোর্ট পরিষেবা চালু করছে কেন্দ্র

বৈদ্যুতিন মাধ্যমেই তথ্য যাচাইয়ের সুবিধা নিতে পারবেন নাগরিকরা৷

Central Government to implement E-passport facility from next year
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 28, 2016 5:16 pm
  • Updated:September 28, 2016 5:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেকনোলজির যুগে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ আগামী বছর থেকেই ই-পাসপোর্টের ব্যবস্থা করছে সরকার, যার ফলে তথ্য যাচাই করে পাসপোর্ট হাতে পাওয়ার যে দীর্ঘমেয়াদি পদ্ধতি তা বেশ খানিকটা কমবে বলেই আশা করছে কেন্দ্র৷

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছরেই যে পাসপোর্টগুলি দেওয়া হবে তাতে একটি ‘চিপ’ থাকবে যার মাধ্যমে বৈদ্যুতিন পদ্ধতিতে যাবতীয় তথ্য যাচাই করা যাবে৷

Advertisement

বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং জানিয়েছেন, আপাতত এই ডিজিটাল তথ্য যাচাই পদ্ধতি শুরু করলেও, পরবর্তীকালে এই ই-পাসপোর্টের মাধ্যমে মোবাইলেই পাসপোর্ট পরিষেবা পাবে নাগরিকরা৷

Advertisement

সম্প্রতি একটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে তদারকি করতে এসে সংবাদমাধ্যমকে মন্ত্রী জানিয়েছেন, ই-পাসপোর্টের প্রাথমিক কাজ প্রায় শেষ৷ আগামী বছর থেকে যে নতুন পাসপোর্ট দেওয়া হবে নাগরিকদের তার মধ্যে ওই ‘চিপ’-এর ব্যবস্থা থাকবে৷ ফলে বৈদ্যুতিন মাধ্যমেই তথ্য যাচাইয়ের সুবিধা নিতে পারবেন নাগরিকরা৷ তিনি আরও জানান, পুলিশের মাধ্যমে তথ্য যাচাই পদ্ধতির জন্য যে সময় লাগে তা এই নতুন পদ্ধতিতে কমিয়ে আনলে নাগরিকরাও কম সময়ের মধ্যেই পাসপোর্ট পাবেন৷

জুলাইয়ের শেষের দিকেই কেন্দ্রীয় সরকার ই-পাসপোর্ট পরিষেবার প্রস্তাব করেছিল৷ জানানো হয়েছিল, এই বছরের শেষেই এই পরিষেবা শুরু করা হবে৷ প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরেই এই ই-পাসপোর্ট পরিষেবা শুরু হচ্ছে বলে জানিয়ে দিল কেন্দ্র৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ