Advertisement
Advertisement

Breaking News

Abu Salem

মুম্বই বিস্ফোরণ মামলায় আবু সালেমকে ২৫ বছরের বেশি কারাবাস নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

২০০৫ সালে পর্তুগাল সরকার ভারতের হাতে সালেমকে তুলে দেয়।

Centre bound to release Abu Salem after sentence, says Supreme Court। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 12, 2022 6:17 pm
  • Updated:July 12, 2022 6:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণ মামলায় (1993 Bombay bombings) দোষী আবু সালেমের (Abu Salem) সাজার মেয়াদ শেষ হলে অর্থাৎ আটক হওয়ার পর ২৫ বছর কেটে গেলে তাকে ছেড়ে দিতে হবে। সোমবার কেন্দ্রকে এমনই জানাল সুপ্রিম কোর্ট।

সালেমকে প্রত‌্যর্পণের সময় পর্তুগাল সরকার এই শর্ত দিয়েছিল ভারতকে। ভারতও তা পালনের আশ্বাস দেয়। তার মান‌্যতা দিতে হবে বলে কেন্দ্রকে জানিয়েছে শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি এস কে কৌল ও বিচারপতি এম এম সুন্দরেশ বলেন, “সালেমের সাজার মেয়াদ শেষ হলে সরকার সংবিধানের ৭২ ধারা অনুযায়ী ব‌্যবস্থা নিতে রাষ্ট্রপতিকে আরজি জানাতে পারে। ২৫ বছর সাজার মেয়াদ শেষের এক মাস আগেই সেই উদ্যোগ নিতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: বিতর্কের মাঝেই দ্রৌপদী মুর্মুকে মা কালীর ছবি উপহার বঙ্গ বিজেপির, পালটা দিলেন কুণাল]

২০০২ সালের ২০ ফেব্রুয়ারি পর্তুগাল থেকে ইন্টারপোল সালেমকে গ্রেপ্তার করে। সেই সময় তার সঙ্গে ছিল বলিউড অভিনেত্রী তথা প্রেমিকা মণিকা বেদী। ২০০৫ সালে পর্তুগাল সরকার ভারতের হাতে সালেমকে তুলে দেয়। সেই থেকে জেল বন্দি রয়েছে মুম্বই বিস্ফোরণ-সহ একাধিক খুন, তোলাবাজিতে অভিযুক্ত এই গ‌্যাংস্টার। ১৯৯৫ সালে ব‌্যবসায়ী প্রদীপ জৈনকে খুনের মামলায় স্পেশাল টাডা আদালত সালেমকে যাবজ্জীবন সাজা দেয়।

Advertisement

পর্তুগালে সালেমের গ্রেপ্তারি ও সাজার মেয়াদ এই ২৫ বছরের মধ্যে ধরা হোক বলে আদালতে আরজি জানায় সালেম। কিন্তু তা ধরা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বেঞ্চ। সেই হিসাবে ২০৩০ সালের আগে ২৫ বছরের সাজার মেয়াদ শেষ হবে না সালেমের।

প্রসঙ্গত, দাউদ ইব্রাহিমের অন্যতম শাগরেদ ছিল আবু সালেম। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণে সালেম-সহ ৬ জনকে দোষী সাব্যস্ত করে টাডা আদালত। সেই বিস্ফোরণের ঘটনায় ২৫৭ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ৭০০ জনেরও বেশি।

[আরও পড়ুন: নয়া সংসদ ভবনের অশোকস্তম্ভে বিকৃত সিংহ! জাতীয় প্রতীকের অবমাননার অভিযোগ তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ