Advertisement
Advertisement

Breaking News

অযোধ্যায় বিতর্কিত স্থান সংলগ্ন জমি ফেরত চাইল কেন্দ্র

অনুমতি পেলে এই জমি দেওয়া হবে রামজন্মভূমি ন্যাসকে।

Centre urges SC for excess Ayodhya land
Published by: Subhajit Mandal
  • Posted:January 29, 2019 12:29 pm
  • Updated:January 29, 2019 12:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় রাম মন্দির নিয়ে চাপের মধ্যেই বড়সড় পদক্ষেপ কেন্দ্রের। বিতর্কিত জমি সংলগ্ন ‘অবিতর্কিত জমি’ ফেরত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মোদি সরকার। এই জমি রামজন্মভূমি ন্যাসের হাতে তুলে দিতে চায় কেন্দ্র। অযোধ্যায় রামজন্মভূমি চত্বরে বিবাদের বাইরে যত অতিরিক্ত জমি রয়েছে তার পুরোটাই ফেরত চেয়ে সুপ্রিম কোর্টে গেল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বক্তব্য, ওই জমি রামজন্মভূমি ন্যাসের হাতে দেওয়া হোক। আবেদনে বলা হয়েছে, মোট ৬৭ একর জমি ২৫ বছর আগে অধিগ্রহণ করা হয়েছিল। বিতর্কিত ০.৩১৩ একর বাদ দিয়ে বাকিটা তাদের মালিকদের ফেরত দিতে হবে। ওই ৬৭ একর জমির ওপর নির্মাণে স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট।

[বিচারপতি নেই, ফের পিছোল অযোধ্যা মামলার শুনানি]

দীর্ঘ টালবাহানার পর মঙ্গলবারই সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি এস এস বোবদে অসুস্থতার কারণে আদালতে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন। এর জেরে আবারও পিছিয়েছে শুনানি। এরপরই কেন্দ্রের এই সিদ্ধান্ত। অধিগৃহীত ওই ৬৭ একর জমি ফিরিয়ে দেওয়া হোক এবং ওই জমির উপর নির্মাণে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাও তুলে দেওয়া হোক বলে দাবি জানানো হয়েছে কেন্দ্রের তরফে। এই মর্মে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। সূত্রের খবর, সুপ্রিম কোর্ট যদি ওই জমি ফিরিয়ে দিতে রাজি হয় তাহলে তা তুলে দেওয়া হবে রাম জন্মভূমি ন্যাসের হাতে। বিশ্ব হিন্দু পরিষদ এই ট্রাস্টটি চালায়। রামজন্মভূমি ন্যাস তৈরি করা হয়েছিল মন্দির নির্মাণের কাজ দেখাশোনার জন্য।

Advertisement

[লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু কমিশনের, ৯-১০ দফায় হতে পারে ভোট]

ভোটের আগে বিজেপির এই তৎপরতা বেশ তাৎপর্যপূর্ণ। ২০১৯ লোকসভার আগেই মন্দির নির্মাণ নিয়ে গেরুয়া শিবিরের উপর চাপ বাড়াচ্ছে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং শিব সেনা। তাছাড়া সম্প্রতি বেশ কয়েকটি উপনির্বাচন এবং পাঁচ রাজ্যের নির্বাচনে ধাক্কা খাওয়ার পর ফের হিন্দুত্বের জিগির তোলাটা জরুরি বলেই মনে করছেন বিজেপি নেতারা। মূল মন্দির মামলা আদালতে বিচারাধীন। তাই, ঘুরপথে বিতর্কিত স্থান সংলগ্ন সমস্ত জমির দখল চাইল মোদি সরকার।

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ