Advertisement
Advertisement

উপস্থিতই ছিলেন না, সংসদে তাণ্ডবের অভিযোগে সাসপেন্ড সেই সাংসদও! পরে ‘ভুল’ শোধরালেন স্পিকার

সংসদে হচ্ছেটা কী!

Centre withdraws DMK MP's suspension, says 'Case Of mistaken identity' | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 14, 2023 9:54 pm
  • Updated:December 16, 2023 7:18 pm  

সাংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে গ্যাস হামলার প্রতিবাদ করে সাসপেন্ড হয়েছেন লোকসভার (Lok Sabha) ১৪ সাংসদ। এদের মধ্যে এমন একজনের নাম রয়েছে, যিনি সংসদে তো দূর, বৃহস্পতিবার দিল্লিতেই ছিলেন না! অথচ তাঁকেও সাসপেন্ডেড সাংসদদের তালিকায় রেখে দিয়েছেন স্পিকার। পরে অবশ্য ভুল বুঝে ওই সাংসদের সাসপেনশন প্রত্যাহার করেন তিনি।

কথা হচ্ছে ডিএমকে সাংসদ এসআর পার্থিবনের (SR Parthivan)। ডিএমকের ওই সাংসদকেও এদিন সংসদে হট্টগোলের জন্য গোটা শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করে দেওয়ার সিদ্ধান্ত নেন স্পিকার ওম বিড়লা। কিন্তু এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ডিএমকের (DMK) ওই সাংসদ বৃহস্পতিবার সংসদে ছিলেনই না। এমনকী দিল্লিতেও ছিলেন না তিনি।

Advertisement

[আরও পড়ুন: সংসদে গ্যাস হামলার পরই কলকাতার NGO কর্মীকে ভিডিও পাঠায় ললিত! ঘনাচ্ছে রহস্য]

স্বাভাবিকভাবেই এই নিয়ে প্রশ্ন ওঠা শুরু করে। বিরোধীরা বলা শুরু করে দেয়, সংসদে হচ্ছেটা কী! বেশ কয়েক ঘণ্টা পরে অবশ্য ওই ভুল বুঝতে পারে সংসদের সচিবালয়। তাঁদের তরফে জানানো হয়েছে, ভুল করে ১৩ জন সাংসদের সঙ্গে পার্থিবনের নামটিও তালিকাভুক্ত করা হয়ে গিয়েছিল। পরে তা শুধরেও নেওয়া হয়েছে। অর্থাৎ পার্থিবনের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে। সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী স্বীকার করে নিয়েছেন, ‘‘ওঁর পরিচয় চিনতে ভুল হয়েছিল।”

[আরও পড়ুন: বাড়ি থেকে পালিয়ে নমাজ পড়তে যাওয়া! ভিনরাজ্য থেকে ৯ নাবালককে উদ্ধার করল RPF]

উল্লেখ্য, বুধবার সংসদের মধ্যে স্মোক বম্ব নিয়ে দুই ব্যক্তির হানা দেওয়ার ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। বৃহস্পতিবারও এই ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় আলোচনার দাবি করে ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করেন বিরোধীরা। যার জেরে সাসপেন্ড হয়েছেন মোট ১৫ জন বিরোধী সাংসদ। এদের মধ্যে ৯ জন কংগ্রেসের, দুজন সিপিএমের, দুজন ডিএমকের তৃণমূলের একজন এবং একজন সিপিআইয়ের। পরে ডিএমকের ওই সাংসদের সাসপেনশন প্রত্যাহার করল লোকসভা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement