সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ল্যান্ডার বিক্রমের গর্ভ থেকে বেরোল রোভার প্রজ্ঞান। চাঁদের কুমেরুতে পৃথিবীর সময়ে ১৪ দিন ধরে তথ্য সংগ্রহ করবে যানটি।
ইতিহাস গড়ে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গিয়েছে ভারতের চন্দ্রযান ৩। সফলভাবে সফট ল্যান্ডিং করেছে ল্যান্ডার বিক্রম (Lander Vikram)। ইতিহাস গড়ে উচ্ছ্বসিত বিজ্ঞানী থেকে আমজনতা। তবে এবার বিরাট কাজ রয়েছে ভারতের চন্দ্রযানের (Chandrayaan 3) সামনে। নানারকমের কাজ করবে ইসরোর (ISRO) পাঠানো একাধিক যন্ত্র।
বুধবার সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে নেমেছে ল্যান্ডার বিক্রম। প্রায় চার ঘণ্টা পর ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞান। ভারতের চন্দ্রাভিযানের মূল উদ্দেশ্য পূরণ করার মূল দায়িত্ব রয়েছে এই প্রজ্ঞানের উপরেই। চাঁদের দক্ষিণ মেরু এলাকার জলের খোঁজেই মূলত এই অভিযান চালাচ্ছে ভারত। আদৌ ওই দুর্গম এলাকায় জলের সন্ধান মিলবে কিনা, সেই প্রমাণ সংগ্রহের কাজ করবে প্রজ্ঞান।
তবে নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরেই বিক্রমের গর্ভ থেকে বেরল প্রজ্ঞান। দু’ঘণ্টার পরিবর্তে চারঘণ্টা সময় লেগেছে প্রজ্ঞানের কাজ শুরু করতে। বিজ্ঞানীদের অনুমান, বিক্রমের সফট ল্যান্ডিং করতে গিয়ে চন্দ্রপৃষ্ঠে প্রচুর ধুলো উড়েছে। তার মধ্যে প্রজ্ঞানের বেরনো একেবারেই সম্ভব ছিল না। বেশ খানিকক্ষণ পরে ধুলোর ঝড় কমে যেতেই বিক্রমের গর্ভ থেকে বেরিয়েছে প্রজ্ঞান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.