১০ চৈত্র  ১৪২৯  শনিবার ২৫ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

মর্মান্তিক! গর্তে স্কুটির চাকা পড়ে রাস্তায় ছিটকে পড়লেন তরুণী, পিষে দিল ট্রাক

Published by: Kishore Ghosh |    Posted: January 5, 2023 9:10 am|    Updated: January 5, 2023 9:12 am

Chennai Woman Run Over By a Truck While Trying To Avoid Pothole | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতে দেশের রাজধানী দিল্লির (Delhi) রাস্তায় স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিলেন ২০ বছরের তরুণী অঞ্জলি। গাড়ির সঙ্গে তাঁর স্কুটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে তরুণীর পোশাক গাড়ির চাকায় আটকে যায়। এই অবস্থাতেই তাঁকে নিয়ে প্রায় ১৩ কিলোমিটার ছুটে দিল্লির খানজাওয়ালা এলাকায় গিয়ে গাড়ি থামার পর বিবস্ত্র অবস্থায় তরুণীর দেহ উদ্ধার হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার চেন্নাইয়ে (Chennai) ২২ বছর বয়সি সফটওয়‌্যার ইঞ্জিনিয়ার তরুণীকে পিষে দিল একটি ট্রাক। এই ঘটনায় অবশ্য খারাপ রাস্তাকেই দায়ী করা হচ্ছে। গ্রেপ্তার করা হয়েছে ট্রাক চালককে। তাঁর বিরুদ্ধে গাড়ি চালানোর সময় গাফিলতির মামলা রুজু করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ চেন্নাইয়ের মাদুরভোয়ালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতের নাম এস শোভনা। চেন্নাইয়ের পোরুর বাসিন্দা তিনি। গুডুভাঞ্চেরিতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ভাই হরিশকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার সময় মাদুরভোয়ালের কাছে রাস্তায় থাকা গর্তে পড়ে স্কুটারের চাকা।

[আরও পড়ুন: ‘কাশ্মীরে নিরীহ মানুষ মরলে বিজেপির সুবিধা হয়’, বিস্ফোরক মেহবুবা মুফতি]

এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন শোভনা। ঠিক তখনই একটি ট্রাক এসে তাঁকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শোভনার। শোভনার ভাইও গরুতর চোট পায়। দ্রুত তাকে হাসপাতালে ভরতি করা হয়। এখন সে ভাল আছে বলেই শোনা গিয়েছে। এই ঘঠনায় ট্রাকচালক মোহনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[আরও পড়ুন: রাহুলের ভারত জোড়ো যাত্রার মাঝেই হাসপাতালে ভরতি সোনিয়া গান্ধী]

জানা গিয়েছে, জোহো নামে একটি বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন শোভনা। মর্মান্তিক দুরঘটনায় সহকর্মী শোভনার মৃত্যুর কথা জানতে পারার পর টুইট করে শোকপ্রকাশ করেছেন জোহোর সিইও শ্রীধর ভেম্বু। এই দুর্ঘটনার জন্য স্থানীয় রাস্তার খারাপ হালকেই দায়ী করেছেন তিনি। স্বভাবতই এই ঘটনায় মুখ পুড়েছে ওই রাস্তার দায়িত্বে থাকা স্থানীয় প্রশাসনের। পুলিশ জানিয়েছে, ঘটনার পরেই দ্রুত রাস্তা সারাই করা হয়েছে। যাতে ফের এমন ঘটনা না ঘটে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে