Advertisement
Advertisement
Chhatrapati Shivaji Maharaj

কোষাগারে টান! শিবাজি মূর্তি নির্মাণে বরাদ্দের পরিমাণ কমাল মহারাষ্ট্র সরকার

কত খরচ পড়ছে জানেন?

Chhatrapati Shivaji Maharaj's upcoming statue will cost Rs 3643.78 crore
Published by: Tanujit Das
  • Posted:December 24, 2018 4:44 pm
  • Updated:June 24, 2019 12:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিবাজি মহারাজের মূর্তি নির্মাণে বরাদ্দ অর্থের পরিমাণ কমাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের সরকার৷ গত পয়লা নভেম্বরই এই মেগা প্রজেক্টের জন্য আনুমানিক ৩৭০০ কোটি টাকা বরাদ্দ করেছিল মহারাষ্ট্র সরকার৷ সূত্রের খবর, কোষাগারে টান পড়ায় এবার এই প্রকল্পে বরাদ্দ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং গত সপ্তাহে বরাদ্দ অর্থে কাটছাঁট করা হয়েছে৷ প্রায় ৫৬.৭০ কোটি টাকা কমিয়ে, এই প্রকল্পে বরাদ্দ অর্থের পরিমাণ করা হয়েছে আনুমানিক ৩৬৪৩.৭৮ কোটি টাকা৷ আগামী বছর থেকেই শুরু হয়ে যাবে মূর্তি নির্মাণের কাজ এবং শেষ করা হবে ২০২৩-র মধ্যে৷

[শেষকৃত্যের চারদিন পর বাড়ি ফিরলেন ‘মৃতা’, হতবাক পরিবার!]

Advertisement

সূত্রের খবর, এই নয়া বরাদ্দ অর্থ নির্মাণকারী সংস্থা ‘লার্সেন অ্যান্ড টিউবরো’র হাতে তুলে দেওয়ার অনুমতিও দিয়েছে মহারাষ্ট্র সরকার৷ বরাদ্দ অর্থের মধ্যেই ধার্য রয়েছে সমীক্ষা খরচ থেকে শুরু করে নির্মাণ খরচ ও মূর্তির নিরাপত্তাজনিত খরচ৷ জানা গিয়েছে, শিবাজি মূর্তি নির্মাণে ফড়নবিস সরকারের খরচ পড়ছে আনুমানিক ২৪৮১ কোটি টাকা৷ এর সঙ্গে যুক্ত হচ্ছে ৩০৯.৭২ কোটি টাকার জিএসটি৷ আরব সাগরের উপর নির্মিত হচ্ছে এই মূর্তি৷ যার নিরাপত্তার ব্যবস্থা করতেই মহারাষ্ট্র সরকারের খরচ পড়বে ২৩৬ কোটি টাকা এবং জল ও বিদ্যুৎ পরিষেবার জন্য খরচ হবে আরও ৪৫ কোটি টাকা৷

[স্ত্রীকে খুন করেও সাত মাস ‘জীবিত’ রাখলেন চিকিৎসক!  ]

কয়েকদিন আগেই শিবাজি মূর্তির উচ্চতা বাড়িয়েছিল ফড়ণবিস সরকার। পূর্ববর্তী ঘোষণায় মহারাষ্ট্র সরকার জানিয়েছিল এই মূর্তির উচ্চতা হবে ২১০ মিটার৷ কিন্তু পরে আরও ২ মিটার বাড়িয়ে, ২১২ মিটার করা হয় শিবাজি মূর্তির উচ্চতা৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, চিনের স্প্রিং টেম্পলে বুদ্ধমূর্তির উচ্চতা হল ২০৮ মিটার। শিবাজির মূর্তি হওয়ার কথা ছিল ২১০ মিটার। কিন্তু, চিনা প্রশাসন বৌদ্ধমূর্তির পাদদেশে কিছু নির্মাণ কাজ করে তার উচ্চতা ২ মিটার বাড়িয়ে দেওয়ায়, মহারাষ্ট্র সরকারও শিবাজির মূর্তির উচ্চতা ২ মিটার বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement