সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলি লড়াইয়ে খতম হল দুই মাওবাদী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুর থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত দান্তেওয়াড়া জেলার কাটেকালওয়ান এলাকায়। মৃত মাওবাদীদের পরিচয় এখনও জানতে পারেনি প্রশাসন।
[আরও পড়ুন: BSNL-এর স্বেচ্ছাবসর প্রকল্প ঘোষণা কেন্দ্রের, চাকরি হারাতে পারেন বহু কর্মী]
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দান্তেওয়াড়া জেলার কাটেকালওয়ান এলাকা দীর্ঘদিন ধরেই মাওবাদী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। কয়েকদিন ধরে স্থানীয় মুনগা গ্রামের জঙ্গল সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন মাওবাদী লুকিয়ে আছে বলে পুলিশের কাছে খবর আসছিল। সেই ভিত্তিতে ওই এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছিল স্থানীয় পুলিশ ও মাওবাদী দমনে নিযুক্ত ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড(ডিআরজি)। মঙ্গলবার সকালে মুনগার জঙ্গলে তল্লাশি চালানোর সময় আচমকা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেন নিরাপত্তা রক্ষীরাও। উভয় পক্ষের গুলির লড়াইয়ে দুই মাওবাদী খতম হয়েছে।
ওই মাওবাদী দমন অভিযানে অংশ নেওয়া এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানান, আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে মুনগা গ্রামের জঙ্গল এলাকায় তল্লাশি চালানো হচ্ছিল। আচমকা সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ জঙ্গলের মধ্যে থেকে নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে মাওবাদীরা। পালটা জবাব দেন নিরাপত্তা রক্ষীরাও। কিছুক্ষণ বাদে গুলি চালানো থামিয়ে পালিয়ে যায় মাওবাদীরা। পরে ঘটনাস্থল থেকে তাদের দুই সঙ্গীর মৃতদেহ উদ্ধার হয়। লুকিয়ে থাকা বাকি মাওবাদীদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
[আরও পড়ুন: উত্তর ভারতের দূষণ নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী, সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের বৈঠক]
রাজ্যে সরকার পরিবর্তন হলেও মাওবাদীদের বাড়বাড়ন্ত কমছে না ছত্তিশগড়ে। প্রায় প্রতি সপ্তাহেই পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে দু-একজন করে মাওবাদী খতম হচ্ছে। তারপরও তাদের পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না জঙ্গল অধ্যুষিত ছত্তিশগড়ের মাটিতে থেকে। ফলে দান্তেওয়াড়া ও বস্তারের মতো পিছিয়ে পড়া জেলাগুলিতে উন্নয়নের কাজও বাধাপ্রাপ্ত হচ্ছে।
Chhattisgarh: Two naxals killed in encounter between naxals and a team of District Reserve Guard (DRG) in Dantewada district’s Katekalyan’s, today morning.
— ANI (@ANI) November 5, 2019