Advertisement
Advertisement

Breaking News

হত্যা করা হবে রাজীব গান্ধীকে, আগেই আশঙ্কা করেছিল CIA

সেন্ট্রাল ইনটেলিজেন্সি এজেন্সি বা সিআইএ-র প্রকাশিত একটি রিপোর্ট থেকে সম্প্রতি সামনে এল এই তথ্য৷

 CIA assessed Rajiv Gandhi's assassination 5 years before he was killed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 29, 2017 11:30 am
  • Updated:January 29, 2017 11:39 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে যে হত্যা করা হতে পারে, তা বেশ আগেই টের পেয়েছিল মার্কিন গুপ্তচর সংস্থা৷ সেন্ট্রাল ইনটেলিজেন্সি এজেন্সি বা সিআইএ-র প্রকাশিত একটি রিপোর্ট থেকে সম্প্রতি সামনে এল এই তথ্য৷

ব্রহ্ম-তেজে এবার জ্বলবে পাকিস্তান, যৌথ প্রস্তুতি শুরু ভারত-রাশিয়ার

পূর্ণাঙ্গ রিপোর্টটির কী শিরোনাম ছিল তা অবশ্য জানা যায়নি৷ তবে সেখানে স্পষ্টতই উল্লেখ করা আছে যে, আততায়ীদের হাতে নিহত হতে পারেন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী৷ এই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল ১৯৮৬ সালে৷ অর্থাৎ রাজীব হত্যার ঠিক পাঁচ বছর আগে৷ ভারত থেকে পাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতেই এই অনুমান ছিল মার্কিন গোয়েন্দাদের৷ মার্চ মাসে প্রকাশিত রিপোর্টি তৈরি করা হয়েছিল সে বছরের জানুয়ারি মাসে৷ দেখা যাচ্ছে, রিপোর্টের শিরোনাম হিসেবে দেওয়া আছে, ‘ইন্ডিয়া আফটার রাজীভ…’৷ শিরোনামে হত্যার প্রসঙ্গটি নেই৷ কিন্তু রিপোর্টের প্রথমেই উল্লেখ আছে, অন্তত একবার আততায়ীদের হাতে আক্রন্ত হওয়ার সম্ভাবনা ছিল প্রধানমন্ত্রীর৷ সেই সময়কার বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীদের কথাও উল্লেখ করা ছিল৷ এর ঠিক পাঁচ বছর পর তামিলনাড়ুতে নিহত হন রাজীব৷

Advertisement

জাতীয় সঙ্গীতের অবমাননা! সৌরভের ভিডিও ঘিরে এবার বিতর্ক নেটদুনিয়ায়

২৩ পাতার ওই রিপোর্টে উঠে এসেছিল পি ভি নরসিমা রাও এবং ভি পি সিংয়ের নামও৷ অন্তর্বর্তী দায়িত্ব তাঁদের হাতে যেতে পারে বলেও অনুমান করা হয়েছিল৷ অবশ্য বেশ কিছু অংশ ডিলিট করে দিয়েই রিপোর্টটি সামনে আনা হয়েছে৷ ফলত আরও কী বিস্ফোরক তথ্য ওই রিপোর্টে ছিল, তা অজানাই থেকে গিয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ