Advertisement
Advertisement

Breaking News

অল্পের জন্য দুর্ঘটনা এড়াল জন শতাব্দী এক্সপ্রেস, নিরাপদে ৭০০ যাত্রী

উড়িয়ে দেওয়া হচ্ছে না নাশকতার আশঙ্কাও...

Close shave for Madgaon-Dadar Jan Shatabdi Express, all passengers safe  
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 26, 2017 6:19 am
  • Updated:January 26, 2017 6:19 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়াল মাজগাঁও-দাদর জন শতাব্দী এক্সপ্রেস৷ রেল লাইনের উপর পড়ে থাকা পরিত্যক্ত ৩৫০ কিলোগ্রাম ওজনের রেল লাইনের একটি ভাঙা অংশের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হতে পারত৷ মাত্র ৩০ মিটার দূরে চালক ট্রেনটি থামিয়ে দেওয়ায় রক্ষা পেলেন ৭০০-রও বেশি যাত্রী৷

সূত্রের খবর, চালক দূর থেকেই দেখতে পান লাইনের উপর ভারী কোনও বস্তু পড়ে রয়েছে৷ ট্রেন সেই সময় ১৫ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চললেও ওই পরিত্যক্ত রেল লাইনের অংশের সঙ্গে ধাক্কা লাগলে লাইনচ্যুত হতে পারত৷

Advertisement

এই ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না সেন্ট্রাল রেলওয়ের জেনারেল ম্যানেজার ডি কে শর্মা৷ তিনি জানিয়েছেন, যে জায়গা দিয়ে ট্রেনটি যাওয়ার কথা ছিল, সেখানে কেউ পরিত্যক্ত রেল লাইনের একটি অংশ ফেলে দিয়ে যেতে পারে৷ ওই এলাকা দিয়ে সর্বক্ষণ ট্রেন যাতায়াত করে৷ দুটি ট্রেন যাওয়ার মধ্যে ১৭ মিনিটের পার্থক্য ছিল৷ ওই ১৭ মিনিটের মধ্যেই কোনও দুষ্কৃতী এই কাজ করে গিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রেলের কর্তারা৷

Advertisement

এই ঘটনার পরই জিআরপি ও আরপিএফকে বিশেষভাবে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷ এর আগে পরপর দুটি ট্রেন দুর্ঘটনায় পাক জঙ্গিদের নাশকতার ইঙ্গিত পেয়েছেন গোয়েন্দারা৷ এবার তাই আর কোনও ঝুঁকি নিতে চাইছেন না রেলের শীর্ষকর্তারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ