Advertisement
Advertisement

কর্ণাটকে চরমে কংগ্রেস-জেডিএস দ্বন্দ্ব, বিক্ষুব্ধদের স্বাগত জানাল বিজেপি

তাঁদের সঙ্গে অনৈতিক কাজ হয়েছে, মল্লিকার্জুন খাড়গের স্বীকারোক্তি৷

Congress and JD(S) ministerial berths, BS Yeddyurappa welcomed rebellions
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 10, 2018 12:37 pm
  • Updated:June 10, 2018 12:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ নাটকের পরে হইহই করে কর্ণাটকে সরকার গড়েছে কংগ্রেস ও জেডিএস জোট৷ দু’দলের বিধায়কদের মধ্যে হয়ে গিয়েছে দপ্তর বণ্টন৷ কিন্তু এরপরেই শুরু হয়েছে আরও এক নতুন নাটক৷ ‘তাঁদের ঠকানো হয়েছে’ এই অভিযোগে সরব হয়েছেন কংগ্রেস বিধায়করা৷ এমনকি দলের অন্দরেই প্রতিবাদের সুর চড়িয়েছেন দপ্তর না পাওয়া জেডিএস বিধায়কদের একটি অংশ৷ শুরু থেকেই জোটের মধ্যে যে বিবাদের সুর স্পষ্ট ছিল, তা আজ প্রকাশ্যে৷ আর সেই সুযোগকে কাজে লাগাতে তৎপর একক সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েও বিরোধী আসনে বসা বিজেপি৷ সুযোগ বুঝে কংগ্রেস ও জেডিএসের বিক্ষুদ্ধদের দলে আহ্বান জানালেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা বিএস ইয়েদুরাপ্পা৷

[এই পাঁচ রণকৌশলে শত্রুপক্ষকে সহজেই ঘায়েল করেছে ভারত]

Advertisement

দপ্তর বণ্টরের আগে থেকেই অশান্তির একটা আঁচ পাওয়া গিয়েছিল কংগ্রেসের বিধায়কদের মধ্যে৷ শীর্ষ নেতৃত্ব চোখরাঙানি দিয়ে সেই অশান্তিকে এতদিন ছাই চাপা দিয়ে রেখেছিল৷ তবে দপ্তর বণ্টন হতেই প্রকাশ্যে বেরিয়ে এলো সেই ছাই চাপা ক্ষোভের আগুন৷ কংগ্রেস শিবিরের স্পষ্ট অভিযোগ, বিধানসভার স্পিকার ও উপমুখ্যমন্ত্রিত্বের পদ ছাড়া কোনও বড় দপ্তরের দায়িত্ব দেওয়া হয়নি কংগ্রেসের বিধায়কদের হাতে৷ এমনকি কংগ্রেসের লিঙ্গায়েত বিধায়কদের যে ভরসা দেওয়া হয়েছিল তাও পূর্ণ করা হয়নি৷ দলের শীর্ষ নেতৃত্বের কাছে দিল্লিতে এই বিষয়ে অভিযোগ করা হলেও তাঁরা কোনও কর্ণপাত করেননি বলে স্পষ্ট অভিযোগ উঠেছে৷ সরব হয়েছেন, এমবি পাটিল, এইচকে পাটিল, ইভান ডি’সুজা, প্রতাপগৌড়া পাটিলের নেতৃত্বে পনেরো থেকে কুড়ি জন কংগ্রেস বিধায়ক৷ তাঁদের সঙ্গে যে অনৈতিক কাজ করা হয়েছে তা গতকালই স্বীকার করে নিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়গে৷ যা ক্ষোভের আগুনে ঘৃতাহুতি বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Advertisement

[সীমান্তে অনুপ্রবেশের ছক বানচাল সেনার, খতম চার জঙ্গি]

কেবল কংগ্রেসই নয়, কোনও মন্ত্রিত্ব না পেয়ে দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন জেডিএস বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জিটি দেবগৌড়া, সিএস পুটাটারাজু ও তাঁদের সমর্থনকারী বিধায়করা৷ দু’জনেরই দাবি তাঁদের দিতে হবে পরিবহন দপ্তরের দায়িত্ব৷ তাঁদের ক্ষোভের মুখ থেকে বাদ পড়েননি জেডিএস প্রধান তথা কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী৷ নিকটাত্মীয় ডিসি থাম্মান্নাকে উচ্চশিক্ষা দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে৷ বিরোধীদের প্রশ্ন, মাত্র সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করা একজন ব্যক্তি কেমন ভাবে উচ্চ শিক্ষার মতো দপ্তরের দায়িত্ব পেতে পারেন৷

[কৃতি ছাত্রকে দেওয়া এক লক্ষ টাকার চেক বাউন্স, মুখ পুড়ল আদিত্যনাথের]

শাসক শিবিরে যখন বিক্ষোভের আগুন দাউদাউ করে জ্বলছে, তখন ময়দানে নেমেছেন বিজেপির নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা৷ ঠিক যেন এমন একটা সুযোগেরই অপেক্ষায় ছিলেন তিনি৷ সাতপাঁচ না ভেবেই তিনি ঘোষণা করলেন, কংগ্রেস ও জেডিএসের বিক্ষুব্ধদের জন্য তাঁদের দরজা খোলা৷ এখানেই শেষ করেননি৷ শাসকের রক্তচাপ বাড়িয়ে জানালেন, অনেকেই ইতিমধ্যে যোগাযোগ করতে শুরু করেছে তাঁদের সঙ্গে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ