Advertisement
Advertisement

উত্তরপ্রদেশে মহাজোটে শামিল হতে মরিয়া কংগ্রেস, নারাজ অখিলেশ

মধ্যপ্রদেশে সমাজবাদী পার্টির বিধায়ককে মন্ত্রী না করায় ক্ষুব্ধ অখিলেশ।

Congress desperate to join Mahagathbandhan
Published by: Subhajit Mandal
  • Posted:December 27, 2018 8:43 pm
  • Updated:December 27, 2018 8:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী মহাজোটের আসন রফা চূড়ান্ত হয়ে গিয়েছে, একাধিক সংবাদমাধ্যম এমনটাই দাবি করছে। সূত্রের খবর, অখিলেশ বা মায়াবতীর কেউই এই মহাজোটে কংগ্রেসকে শামিল করার পক্ষে নন। রাহুলকে দূরে রেখেই আসনরফা চূড়ান্ত করেছেন বুয়া-ভাতিজা। কংগ্রেসের জন্য ছেড়ে রাখা হয়েছে মাত্র দুটি আসন। তাও সোনিয়া-রাহুলদের গড় আমেঠি আর রায়বরেলি। এ নিয়ে সরকারিভাবে কোনও ঘোষণা না হলেও সপা এবং বসপার নেতারা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন মহাজোটে জায়গা হবে না কংগ্রেসের। কিন্তু কংগ্রেস নেতারা জোটে শামিল হতে মরিয়া। উত্তরপ্রদেশের  কংগ্রেসের সভাপতি রাজ বব্বর এদিন জানিয়েছেন, কংগ্রেস ও সমাজবাদী পার্টি নেতারা একসঙ্গে বসে আলোচনা করে জোটের ব্যাপারে আলোচনা করবেন। ক্ষোভ রয়েছে, আলোচনা করে ঠিক করতে হবে।

[এবার সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছাবে টাকা! মোদি-জেটলি বৈঠকে জোর জল্পনা]

বুধবার সকালেই অখিলেশ নতুন করে বুঝিয়ে দিয়েছেন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসকে সঙ্গে রাখতে চান না তিনি। তিনি বলেন, “মধ্যপ্রদেশে সরকার গড়তে আমরা কংগ্রেসকে সমর্থন করেছিলাম। আমাদের সাহায্যে ওরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। কিন্তু আমাদের একমাত্র বিধায়ককে কংগ্রেস মন্ত্রী করেনি। এজন্য কংগ্রেসকে ধন্যবাদ। উত্তরপ্রদেশে আমাদের কাজটা সহজ হয়ে গেল।” অর্থাৎ ইঙ্গিতেই স্পষ্ট, তোমরা আমাদের সঙ্গে নিতে চাওনি, আমরাও তোমাদের সঙ্গে নেব না। কিন্তু অখিলেশের এই মন্তব্যের পরও জোটের আশা ছাড়ছেন না প্রদেশ কংগ্রেস নেতারা। তাঁরা মরিয়া চেষ্টা করছেন মহাজোটে ঢোকার। প্রদেশ সভাপতি রাজ বব্বর এদিন স্বীকার করে নেন, জোট নিয়ে একটা টালবাহানার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘‘ক্ষোভ রয়েছে তা বোঝাই যাচ্ছে। কিন্তু টানাপোড়েন চলাকালীন এভাবে ক্ষোভ প্রকাশ করা ঠিক না। কংগ্রেস এবং সমাজবাদী পার্টির শীর্ষ নেতারা আলোচনা করে জোটের ব্যপারে সিদ্ধান্ত নেবেন। এবং সমস্যা মিটিয়ে নেবেন।”

Advertisement

[সাংবাদিককে প্রকাশ্যে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি, বিতর্কে অসমের নেতা]

রাজ বব্বর যতই দাবি করুন মহাজোটে কংগ্রেসের প্রবেশের রাস্তা যে খুব একটা সহজ হবে না তা বোঝা গিয়েছে অখিলেশের আরেক মন্তব্যে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাও-এর অবিজেপি-অকংগ্রেসি জোট তৈরির প্রক্রিয়াকে সমর্থন করে তিনি বলেছেন, “এই উদ্যোগ প্রশংসনীয়। যারাই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এক ছাতার তলায় আসতে চান তাদের সকলকে স্বাগত।” চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে বৈঠকও করবেন তিনি।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ