Advertisement
Advertisement

Breaking News

Jagdish Tytler

‘কোনও অপরাধ করিনি’, নিজেকে নির্দোষ বলে দাবি শিখ দাঙ্গায় নায়ক টাইটলারের

শিখ দাঙ্গায় হাজার হাজার মানুষের মৃত্যুর নেপথ্যে অনেকেই মূল খলনায়ক হিসাবে ধরেন জগদীশ টাইটলারকে।

Congress leader Jagdish Tytler pleads 'not guilty' in 1984 sikh riots case
Published by: Subhajit Mandal
  • Posted:September 13, 2024 3:49 pm
  • Updated:September 13, 2024 3:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুন, প্ররোচনা, উসকানি, দাঙ্গা বাঁধানোর চেষ্টা। তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ রয়েছে। বস্তুত শিখ দাঙ্গায় হাজার হাজার মানুষের মৃত্যুর নেপথ্যে অনেকেই মূল খলনায়ক হিসাবে ধরেন জগদীশ টাইটলারকে। কিন্তু কংগ্রেস নেতা আদালতে দাবি করলেন, তিনি কোনও অপরাধ করেননি।

শিখ দাঙ্গায় টাইটলারের বিরুদ্ধে লড়াই করা আইনজীবী এইচ এস ফুলকা জানিয়েছেন, আদালত টাইটলার নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। এবার ফের আদালত সব সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখবে। ফুলকা জানান, “প্রায় ৪০ বছর এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে সময় লেগে গেল। এতেই বোঝা যায় কেউ শক্তিশালী হলে বিচারবিভাগকে কীভাবে প্রভাবিত করা যায়।” আইনজীবীর আশা, দ্রুত মামলার শুনানি শেষ হবে এবং টাইটলার শাস্তি পাবেন।

Advertisement

[আরও পড়ুন: মার্চে গ্রেপ্তার, সেপ্টেম্বরে মুক্তি, একনজরে কেজরির কারাবাস]

উল্লেখ্য, নিজের শিখ দেহরক্ষীদের হাতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পরই শুরু হয় শিখ-বিরোধী দাঙ্গা। সেই দাঙ্গায় অন্তত ৩ হাজার লোক মারা যান। যদিও বেসরকারি হিসেবে কেবল দিল্লিতেই হাজার তিনেক মানুষ দাঙ্গার বলি হয়েছিলেন। গোটা দেশ মিলিয়ে সংখ্যাটা ৮ হাজার। আর এই মামলাতেই অ্যতম অভিযুক্ত হিসেবে উঠে এসেছে জগদীশ টাইটলারের নাম।

[আরও পড়ুন: ১১ বছর পর, সুপ্রিম কোর্টে ফের ‘খাঁচাবন্দি তোতাপাখি’ কটাক্ষ শুনতে হল সিবিআইকে]

এর আগে তিন বার তাঁকে নিষ্কৃতি দিয়েছে সিবিআই। কিন্তু ৭৮ বছরের কংগ্রেস নেতার বিরুদ্ধে নতুন করে প্রমাণ মিলেছে বলে গুঞ্জন। ২০০৪ সালে মনমোহন সিং সরকারে তিনি মন্ত্রী হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত প্রতিবাদের মুখে পড়ে তাঁকে ইস্তফা দিতে হয়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement