Advertisement
Advertisement

Breaking News

Kamal Nath

বিজেপি নেত্রীকে ‘আইটেম’ সম্বোধন কংগ্রেস নেতা কমল নাথের! পালটা তোপ গেরুয়া শিবিরের

ওই নেত্রী আগে কংগ্রেসেই ছিলেন।

Congress leader Kamal Nath calls Imarti Devi 'item', BJP hits back 'feudal' mindset | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 18, 2020 7:56 pm
  • Updated:October 18, 2020 7:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি নেত্রী এবং মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী ইমারতি দেবীকে প্রকাশ্যেই ‘আইটেম’ বলে সম্বোধন করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নাথ (Kamal Nath)৷ তাঁর এমন সম্বোধন ঘিরে শুরু হয়েছে বিতর্ক। প্রসঙ্গত, ইমারতি দেবী আগে কংগ্রেসেই (Congress) ছিলেন। তবে এখন তিনি বিজেপির (BJP) সদস্য। প্রসঙ্গত, আগামী ৩ নভেম্বর মধ্যপ্রদেশে ২৮ আসনের উপ নির্বাচন। ভোট গণনা ১০ নভেম্বর। আসন্ন নির্বাচনে মধ্যপ্রদেশের ডাবরা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন ইমারতি দেবী৷ গত বৃহস্পতিবার তিনি মনোনয়ন জমা দেন।

রবিবার নিজের দলের প্রাক্তন নেত্রীর উদ্দেশে এমন বিতর্কিত মন্তব্য করতে দেখা গেল প্রবীণ নেতাকে। কমল নাথ বলেন, ‘‘আমাদের প্রার্থী ওঁর মতো নন। কী নাম যেন ওঁর?’’ তিনি একথা বলতেই জনতাকে চিৎকার করে ইমারতি দেবীর নাম বলতে শোনা যায়। তখন কমল নাথ বলেন, ‘‘আমি আর ওঁর নাম কী নেব? আপনারা তো ওঁকে আমার থেকে ভাল করে চেনেন। আপনাদের উচিত ছিল আমাকে সতর্ক করে দেওয়া। এ কেমন আইটেম!’’

Advertisement

[আরও পড়ুন: কৃষি বিলের বিরোধিতা করায় ‘পাকিস্তানি’ তকমা, প্রতিবাদে দল ছাড়লেন বিজেপি নেতা ]

বৃহস্পতিবার ইমারতি দেবী অভিযোগ করেন, কমল নাথ তাঁর দলের যে সদস্যদের মন্ত্রী পদ দিতে পারেননি তাঁদের মাসে ৫ লক্ষ টাকা করে দেন। তাঁদের খুশি রাখতেই এমন ব্যবস্থা বলে অভিযোগ করেন তিনি। তাঁর এহেন অভিযোগের উত্তরে কমল নাথ পালটা বলেন, নিজের অন্যায়কে ঢাকতেই এই ধরনের অভিযোগ করছেন ইমারতি দেবী।

এদিকে বেশ কয়েকটি নারীবাদী সংগঠনও কমল নাথের এই ‘আইটেম’ মন্তব্যের সমালোচনা করেছে৷ কমল নাথের মন্তব্যে ক্ষুব্ধ বিজেপিও এর প্রতিবাদ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করে লেখেন, এই ধরনের শব্দ প্রয়োগ করে কংগ্রেস নেতা আসলে নিজের সামন্ততান্ত্রিক মনোভাবই প্রকাশ করলেন। সেই সঙ্গে ইমারতি দেবীর প্রশংসা করে তিনি লেখেন, ‘‘ইমারতি দেবী সেই দরিদ্র কৃষকের কন্যার নাম যিনি গ্রামে মজদুরের কাজের মাধ্যমে সূচনা করেছিলেন। আর আজ তিনি জনসেবক হিসেবে রাষ্ট্র নির্মাণের কাজে যোগ দিয়েছেন।’’

[আরও পড়ুন: সাগরে শক্তিপ্রদর্শন ভারতের, নৌসেনার রণতরী থেকে সফল উৎক্ষেপণ ব্রহ্মস মিসাইলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ