Advertisement
Advertisement

Breaking News

coronavirus

করোনা আক্রান্ত বর্ষীয়ান কংগ্রেস নেতা পিএল পুনিয়া, ভরতি হাসপাতালে

ডায়াবেটিস, হাইপারটেনশনের সমস্যাও রয়েছে তাঁর।

Congress leader PL Punia hospitalised after Covid positive test | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 14, 2020 8:36 am
  • Updated:October 15, 2020 8:33 am

দেশজুড়ে উৎসবের মরশুম। আনলকের পঞ্চম পর্বে দেশে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। দেশে মোট করোনা আক্রান্ত ৭২ লক্ষ ৩৯ হাজার ৩৯০ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১০ হাজার ৫৮৬ জন। বাংলার চিত্রটা আবার উলটো। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। রাজ্যে মোট আক্রান্ত ৩ লক্ষ ৫ হাজার  ৬৯৭ জন। মৃতের সংখ্যা ৫ হাজার  ৮০৮ জন। করোনা সংক্রান্ত সমস্ত তথ্যের লাইভ আপডেট (LIVE UPDATE):

রাত ১০.৫৮: বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সদস্য পিএল পুনিয়া কোভিড আক্রান্ত। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বেসরকারি একটি হাসপাতালে ভরতি রয়েছেন তিনি। ডায়াবেটিস, হাইপারটেনশনের সমস্যাও রয়েছে তাঁর। যা ভাবাচ্ছে চিকিৎসকদের। পুনিয়ার স্ত্রীর শরীরে থাবা বসিয়েছে ভাইরাস।

Advertisement

রাত ৯.৫২: করোনা আক্রান্ত মুলায়ম সিং যাদব।

Advertisement

রাত ৯.৪৯: প্রয়াত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মা রানিবালা ঘোষ। সম্প্রতি করোনায় সংক্রমিত হওয়ার পর তাকে কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়েছিল। সেখানে বুধবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাতৃহারা হওয়ার বিষয় নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মন্ত্রী  জানিয়েছেন। এদিনই মন্ত্রী করোনা থেকে সুস্থ হয়েছিলেন এবং তার নিজের রিপোর্ট নেগেটিভ এসেছিল। বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, করোনায় সংক্রমিত থাকায় রানিবালা দেবীকে আইসোলেশন ওয়ার্ডে ভরতি রেখে চিকিৎসা করা হচ্ছিল।সেখানেই শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। সেখানেই এদিন তাঁর মৃত্যু হয়েছে। 

রাত ৯.২৩: কোভিডমুক্ত সৌমিত্র চট্টোপাধ্যায়। আগের চেয়ে সামান্য ভাল রয়েছেন বর্ষীয়ান অভিনেতা।

রাত ৯.১৮: দিল্লিতে আক্রান্ত আরও ৩,৩২৪ জন।

রাত ৯: পুজোর বাজার থেকে মণ্ডপে ভিড় বাড়লেই করা হবে র‍্যানডাম সোয়াব টেষ্ট, নয়া সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের। পুজোর কটাদিন রাস্তায় বেরনো দর্শনার্থী ও পুজো উদ্যোক্তাদের জন্য কড়া নির্দেশিকা জারি করা হল। 

রাত ৮.৫৯: সংক্রমণ বৃদ্ধি শনাক্ত করতে পুজোর ক’দিনও কলকাতার প্রতিটি ওয়ার্ডেই করোনা পরীক্ষা নিয়ম মেনেই চলবে। নির্দিষ্ট সময় ধরেই খোলা থাকবে ১৪৪টি ওয়ার্ডের হেলথ সেন্টার, বসবেন পুরসভার ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরাও। উৎসবের সময় স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রস্তুতি বৈঠক শেষে বুধবার পুজোর ক’দিন শহরে কোভিডের বিরুদ্ধে ধারাবাহিক লড়াই জারির কথা ঘোষণা করেছেন পুরসভার মুখ্যপ্রশাসক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

রাত ৮.৪৮: মুম্বইতে আক্রান্ত আরও ২,২১১ জন।

রাত ৮.৪৪: কর্ণাটকে আক্রান্ত আরও ৯,২৬৫ জন।

রাত ৮.৩৪: দিল্লিতে আগামিকাল থেকে খুলছে সিনেমা হল। চলছে স্যানিটাইজেশনের কাজ।

রাত ৮.১৬: মহারাষ্ট্রে আক্রান্ত আরও ১০,৫৫২ জন।

রাত ৮.০৭: মধ্য রেলওয়ে বিশেষ ট্রেনে সংখ্যা বাড়ল। ৪৫৩ থেকে বেড়ে ট্রেনের সংখ্যা দাঁড়াবে ৪৮১।

রাত ৮: গত ২৪ ঘণ্টায় বাংলায় আক্রান্ত ৩,৬৭৭। মৃত্যু হয়েছে ৬৪ জনের। 

সন্ধে ৭.৫৮: হরিয়ানায় আক্রান্ত আরও ১,২০৫ জন।

সন্ধে ৭.৫৩: হিমাচল প্রদেশ বিধানসভার স্পিকার বিপিন সিং পারমার করোনা আক্রান্ত।

সন্ধে ৭.৪৭: পাঞ্জাবে আক্রান্ত আরও ৫৪৯ জন।

সন্ধে ৭.৪৬: খোঁজ মিলল নতুন ধরনের করোনা ভাইরাসের। সোয়াইন ফ্লু’র পর সোয়াইন করোনা ভাইরাস। সম্প্রতি এক গবেষণার রিপোর্ট বলছে, শূকরের দেহ থেকে এই ধরনের করোনা ভাইরাসে সংক্রমিত হতে পারেন মানুষও। এর বৈজ্ঞানিক নাম – SADS-CoV।

সন্ধে ৭.২২: অন্ধ্রপ্রদেশে আক্রান্ত আরও ৩,৮৯২ জন।

সন্ধে ৭.১৫: চণ্ডীগড়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৭২ জন।

সন্ধে ৬.১২: রাজস্থানে আক্রান্ত আরও ২,০২১ জন।

সন্ধে ৬.০০: পুজোর উপলক্ষে আরও আটটি স্পেশাল ট্রেন চালানোর অনুমতি পেল পূর্ব রেল। আগামী ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর ট্রেনগুলি দৈনিক হাওড়া, শিয়ালদহ থেকে চলবে। ফেস্টিভ স্পেশ্যাল নামে যে ট্রেনগুলি চলবে তা, হাওড়া-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, হাওড়া-জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া-রাজেন্দ্রনগর এক্সপ্রেস, শিয়ালদহ-জয়নগর এক্সপ্রেস, হাওড়া-রক্সউল এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ বাঙায়গাও একপ্রেস, কলকাতা-গোরক্ষপুর ও হাওড়া-গোরক্ষপুর এক্সপ্রেস।

বিকেল ৫.৩৫: একদিনে মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ৯৮ জন পুলিশ কর্মী। 

বিকেল ৫.২৫; হিমাচলে একদিনে করোনা আক্রান্ত ৯৮ জন। সুস্থ হয়েছেন ১৬৮ জন। 

বিকেল ৫,১৫: মহারাষ্ট্রে ১৫ অক্টোবর থেকে চালু হচ্ছে মেট্রো পরিষেবা। তবে কলেজ-স্কুল বন্ধই। 

বিকেল ৪.৫৫: করোনায় আবহেই ধীরে ধীরে ছন্দে ফিরছে মেট্রো পরিষেবা। পুজোর মরশুমে যাত্রী চাপ সামলাতে দিনের শেষ মেট্রোর সময় আরও বাড়াল মেট্রো কর্তৃপক্ষ। ১৯ অক্টোবর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টায়।

বিকেল ৪.৩০: আহিরীটোলার প্যান্ডেল পরিদর্শনে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বিকেল ৪.১৫: বাংলায় লোকাল ট্রেন চালানোর অনুমতি চেয়ে ফের রাজ্যের কাছে আবেদন করল রেল।

বিকেল ৪.০০: করোনা কালে দুর্গাপুজোর ভারচুয়াল উদ্বোধন। নবান্ন থেকে জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং জেলার বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী। হাতে প্রদীপ নিয়ে ভিডিও কনফারেন্সে হয়ে গেল উদ্বোধন।

দুপুর ৩.০০: জার্মানিতে একদিনে আক্রান্ত ৫ হাজার। যা এখনও পর্যান্ত সর্বাধিক। 

দুপুর ২.০০: বাংলায় দুর্গাপুজো বন্ধ রাখার আরজি জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা হল। 

দুপুর ১.১০: গত ২৪ ঘণ্টায় দেশে প্রায় ১২ লক্ষ করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। 

দুপুর ১.০০: আগামী কাল থেকে খুলছে কলকাতা শহরের সমস্ত পার্ক। তাই বালিগঞ্জের সিটিজেন পার্ক স্যানিটাইজ করল কলকাতা পুরসভার কর্মীরা। 

বেলা ১২.৪৫: পুজোর ব্যবস্থা খতিয়ে দেখতে সল্টলেকে বিধাননগরের সিপি মুকেশ কুমার। এদিন তিনি এফডি, একে-র মতো বড় বাজেটের পুজোগুলির ব্যবস্থা খতিয়ে দেখেন।

বেলা ১২.০০: মাত্র ২৪ ঘণ্টা আগে ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করেছিল জনশন অ্যান্ড জনশন। এবার নিরাপত্তার খাতিয়ে আমেরিকার সংস্থা ইলি লিলি-ও তাঁদের ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করল।  

সকাল ১১.৩০: কাল ছেকে খুলছে গুরগাঁওয়ের সিনেমা হল। চলছে স্যানিটাইজিং প্রক্রিয়া।

সকাল ১১.১০: শিরডি মন্দিরের বাইরে দোকানিরা ক্ষতির মুখে পড়েছে। কারণ মহারাষ্ট্র সরকার এখনও মন্দির খোলার অনুমতি দেননি।

সকাল ৯.৫৫: দ্বিতীয়বার নিট দিতে বারাণসীতে হাজির পরীক্ষার্থীরা।

সকাল ৯.৩০: দেশে একদিনে করোনা আক্রান্ত ৬৩ হাজার ৫০৯ জন। মৃত্যু হয়েছে ৭৩০ জনের।

সকাল ৯.০০: দেশে করোনায় মৃতদের মধ্যে ৪৫ শতাংশের বয়স ৬০ বছরের কম। উদ্বেগজনক তথ্য দিল স্বাস্থ্যমন্ত্রক।

সকাল ৮.৩০: বাংলার একাধিক পুজোর আর ভারচুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সকাল ৮.১৫: ভারতের করোনার সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। গত কয়েকদিন ধরে বিশ্বের মধ্যে প্রতি লক্ষ জনঘনত্বের মধ্যে ভারতেই করোনা সংক্রমিতের সংখ্যা সর্বনিম্ন। মৃত্যুও কম। জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রক।

 

সকাল ৮.০০: উন্নয়নশীল দেশগুলিতে করোনার ভ্যাকসিন পৌঁছে দিতে ১২ বিলিয়ন মার্কিন ডলার অর্থসাহায্যের ঘোষণা করল বিশ্ব ব্যাংক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ