Advertisement
Advertisement

রিজার্ভ ব্যাঙ্ক এখন রিভার্স ব্যাঙ্ক, কটাক্ষ কংগ্রেসের

রিজার্ভ ব্যাঙ্কের মতো প্রতিষ্ঠানের এহেন দিশাহীনতা যে দেশের জন্য ভাল বিজ্ঞাপন নয়, এমনটাই মত ছিল মনমোহন সিংয়ের৷

Congress leader says Reserve Bank has become Reverse Bank
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 21, 2016 3:20 pm
  • Updated:December 21, 2016 3:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় ব্যাঙ্কের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হচ্ছে৷ এ কথা আগেই জানিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বের অন্যতম সেরা অর্থনীতিবিদ মনমোহন সিং৷ নোট বাতিলের পর থেকে বারংবার সিদ্ধান্ত বদল করে সে কথাকেই যেন মান্যতা দিয়ে চলেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক৷ শেষবেলায় ফের তাই কংগ্রেসের কটাক্ষের মুখে রিজার্ভ ব্যাঙ্ক৷

নোট বাতিলের বেলাশেষে আরও একবার সিদ্ধান্ত পরিবর্তন কেন্দ্রীয় ব্যাঙ্কের৷ সরকারি বিজ্ঞাপনে রীতিমতো ফলাও করে জানানো হয়েছিল, তাড়াহুড়োর প্রয়োজন নেই৷ সময়মতো ব্যাঙ্কে গিয়ে বাতিল নোট জমা দিয়ে দিলেই হল৷ সেইমতো ৩০ ডিসেম্বরের মধ্যেই পুরনো নোট জমা দেওয়ার পরিকল্পনা ছিল আম জনতার৷ আচমকাই সিদ্ধান্তে পরিবর্তন৷ গত সোমবার জানানো হয়, প্রতি অ্যাকাউন্টে ৫০০০ টাকার বেশি জমা দেওয়া যাবে মাত্র একবারই৷ সরকার ধরেই নিয়েছিল যে এতদিনে সব টাকা জমা দেওয়া হয়ে গিয়েছে৷ ফলত এখনও কেন টাকা জমা দেওয়া বাকি সে নিয়ে জবাবদিহিও চাওয়া হচ্ছিল৷ কারণ দর্শিয়ে ফর্মের নির্দিষ্ট জায়গায় লিখতেও হচ্ছিল সাধারণ মানুষকে৷ এ নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ে কেন্দ্র৷ কেন নিজেদের কথাতেই স্থির থাকতে পারছে না সরকার, তা নিয়ে বিক্ষুব্ধ হয় বিভিন্ন মহল৷এরপরই ইউ টার্ন৷ বুধবার ফের জানানো হল, এই উর্ধ্বসীমা আর থাকছে না৷

Advertisement

এই প্রেক্ষিতেই কেন্দ্রকে একহাত নিলেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা৷ জানান, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখন রিভার্স ব্যাঙ্ক ইন্ডিয়ায় পরিণত হয়েছে৷ এই নিয়ে ৪৩ দিনে ১২৬ বার কেন্দ্রীয় ব্যাঙ্ক নিয়ম পাল্টেছে বলেও অভিযোগ করেন তিনি৷ রিজার্ভ ব্যাঙ্কের মতো প্রতিষ্ঠানের এহেন দিশাহীনতা যে দেশের জন্য ভাল বিজ্ঞাপন নয়, এমনটাই মত ছিল মনমোহন সিংয়ের৷ ডিসেম্বরের একেবারে বেলাশেষে সে কথাই যেন অক্ষরে অক্ষরে সত্যি হচ্ছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ