Advertisement
Advertisement

Breaking News

১৬২ কোটি টাকার হিসেব দিতে পারলেন না এই দুই কংগ্রেস নেতা!

কলঙ্কিত কংগ্রেস!

Congress leaders could not answer about their Rs. 162 Crore assests
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 24, 2017 2:35 pm
  • Updated:January 24, 2017 2:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস নেতার বাড়ি এবং অফিসে আয়কর হানায় উদ্ধার হল লক্ষাধিক টাকা এবং সোনা। কর্নাটকের কংগ্রেস নেতা ও মন্ত্রী রমেশ জারকিহলির বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৪১ লক্ষ টাকা এবং ১২ কেজি সোনা বাজেয়াপ্ত করল আয়কর দপ্তর। এত টাকা তাঁর কাছে কিভাবে এল তার সঠিক জবাব দিতে পারেননি এই কংগ্রেস নেতা। গোটা ঘটনায় অপর এক কংগ্রেস কর্মীরও নাম উঠে এসেছে। তিনি হলেন লক্ষ্মী হেব্বালকর। তিনি কর্নাটকের মহিলা কংগ্রেস শাখার সভানেত্রী পদে রয়েছেন বলেও জানা গিয়েছে।

এতেই থেমে নেই ব্যাপারটা। এই দুই কংগ্রেসের অভিজ্ঞ নেতৃত্বকে টাকা এবং সম্পত্তির উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে আয়কর দপ্তর। মোট ১৬২ কোটি টাকার সম্পত্তির খোঁজও পাওয়া গিয়েছে বলে স্থানীয় মিডিয়া সূত্রে খবর। কিন্তু এত টাকা এবং সম্পত্তির উৎস সম্পর্কে সঠিকভাবে কিছুই জানাতে পারেননি তাঁরা।

Advertisement

সূত্রের খবর, কংগ্রেস নেতা এবং তাঁর পরিবার চিনি উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত। ঘটর বিষয়ে বিস্তারিত জানতে নেতার পরিবারের সদস্যদেরও জেরা করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর।

Advertisement

(চিন-পাকিস্তান আঁতাত রুখতে মোদির সঙ্গেই গাঁটছড়া ট্রাম্পের!)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ