Advertisement
Advertisement

Breaking News

Congress

‘কিডনি বেচে দেশের সবচেয়ে বড় হনুমান মন্দির গড়ব’, স্বপ্ন কংগ্রেসের মুসলিম বিধায়কের

কর্ণাটকে কংগ্রেসের জয় উদযাপন করতেই এমন সিদ্ধান্ত।

Congress Muslim MLA plans to build Hanuman Temple to celebrate Karnataka Election victory | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Anwesha Adhikary
  • Posted:May 17, 2023 3:32 pm
  • Updated:May 17, 2023 3:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সবচেয়ে বড় হনুমান মন্দির (Lord Hanuman Temple) বানাবেন কংগ্রেসের (Congress) মুসলিম বিধায়ক। কর্ণাটকে কংগ্রেসের বিপুল জয়ের পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন ইরফান আনসারি। কারণ, কর্ণাটকে (Karnataka Election) জয়ের পর ভগবান হনুমানের প্রতি তাঁর ভক্তি আরও বেড়েছে। তাই কংগ্রেস বিধায়ক জানিয়েছেন, জামতাড়ায় দেশের সবচেয়ে বড় হনুমান মন্দির বানাবেন তিনি। প্রসঙ্গত, গত বছর ঝাড়খণ্ডে জোট সরকার ভেঙে দেওয়ার জন্য় টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল ইরফানের বিরুদ্ধে। তারপর থেকেই তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল।

আনসারির মতে, মন্দির গড়ার জন্য দরকার পড়লে নিজের কিডনি বিক্রি করে দিতেও তিনি রাজি। মুসলিম হয়েও কেন হনুমান মন্দির গড়তে চাইছেন? ইরফানের উত্তর, “বরাবরই আমি ভগবান হনুমানের ভক্ত। তবে কর্ণাটকে এমন বিরাট সাফল্যের পর আমার বিশ্বাস আরও বেড়েছে। সেই জন্য মন্দির বানানোর সিদ্ধান্ত নিয়েছি। দেশের সবচেয়ে বড় হনুমান মন্দির হবে এটাই।” প্রসঙ্গত, হনুমানে ভক্ত হিসাবে পরিচিত বজরং দলকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছিল কংগ্রেস।

Advertisement

[আরও পড়ুন: তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারের পালটা বিজেপির নারায়ণ ভাণ্ডার! ঘোষণা সুকান্তর]

তবে দলের সাফল্য উদযাপন করলেও কংগ্রেসে ইরফান আনসারির কোনও জায়গা নেই। ২০২২ সালে ঝাড়খণ্ডে জেএমএমের জোট সরকার ফেলে দেওয়ার জন্য বিজেপির থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল তিন বিধায়কের বিরুদ্ধে। সেই কংগ্রেস বিধায়কের তালিকায় নাম ছিল ইরফানেরও। কলকাতা থেকে টাকা সমেত ধরা পড়েন তাঁরা। মোট ৪৯ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় তিন বিধায়কের থেকে। এই অভিযোগ প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে নির্বাসিত করা হয় তিন কংগ্রেস বিধায়ককে।

Advertisement

তবে দলের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও দলের সাফল্যে উচ্ছ্বসিত ইরফান। কর্ণাটক নির্বাচনের ফল প্রকাশের পরেই স্থানীয় হনুমান মন্দিরে ছুটে গিয়েছিলেন পুজো দিতে। এবার নিজের কিডনি বিক্রি করে হনুমান গড়ার স্বপ্নে মশগুল ইরফান আনসারি।

[আরও পড়ুন: নবান্নের একাধিক দপ্তরে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর, জানতে চাইলেন হাজিরা কত!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ