Advertisement
Advertisement

ফের আটক রাহুল গান্ধী

রাহুল আটক হতেই ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস সমর্থকরা৷

Congress VP Rahul Gandhi detained by police on his arrival at the protest site in Delhi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 3, 2016 8:29 pm
  • Updated:November 3, 2016 8:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন সেনাকর্মী রাম কিষান গ্রেওয়ালের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবারও সরগরম রইল নয়াদিল্লি৷ এদিন সন্ধ্যায় যন্তরমন্তরে কংগ্রেসের বিক্ষোভ মিছিলে যোগ দিতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হন দলের সহ-সভাপতি রাহুল গান্ধী৷ তাঁকে ফিরোজ শাহ রোড থেকে পুলিশের পিসিআর ভ্যানে করে নিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়৷ এর আগেও মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আটক হন তিনি ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷

এদিন সন্ধ্যায় রাহুল গান্ধী তাঁর অনুগামীদের সঙ্গে নিয়ে যন্তরমন্তরে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়৷ নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে তাঁর গাড়ি এসকর্ট করে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়৷ তারপরও জোর করে প্রতিবাদ জানানোর জন্য ঘটনাস্থলে ঢোকার চেষ্টা করলে তাঁকে আটক করে পুলিশ৷ আটক হওয়ার পর রাহুল গান্ধী সংবাদমাধ্যমের একাংশের সামনে অভিযোগ করেন, তাঁকে প্রায় আধঘন্টা গাড়ি থেকে নামতে দেওয়া হয়নি৷ তিনি এও বলেন, পুলিশ যেভাবে মৃতের পরিবারের সদস্যদের নিয়ে টানাটানি করছে, তার জন্য কেন্দ্রকে ক্ষমা প্রার্থনা করতে হবে৷ পুলিশের একটি সূত্রের অবশ্য দাবি, বিক্ষোভকারীদের একাংশ ১৪৪ ধারা ভেঙে প্রতিবাদ জানাচ্ছিলেন৷ রাহুল গান্ধী সেই বিক্ষোভে যোগ দিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত৷ তাই তাঁকে গাড়ি থেকে নামতে দেওয়া হয়নি৷ পুলিশের এই পদক্ষেপে অবশ্য বাড়তি অক্সিজেন পেল কংগ্রেসই৷ কংগ্রেস নেতা জগদীশ টাইলার বলেন, “রাহুলজি একটা আওয়াজ তুলেছেন দেশের সেনাবাহিনীর জন্য৷ সেই ডাকে সাড়া দিয়ে গোটা দেশ আজ তাঁর পাশে এসে দাঁড়িয়েছে৷” ওদিকে, রাহুল গান্ধীর আটক হওয়ার খবর চাউর হতেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস সমর্থকরা৷ পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা৷ পাল্টা পুলিশও লাঠি চালিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে৷

Advertisement

দেখুন ভিডিও:

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ