Advertisement
Advertisement
Congress

ভোটের মুখে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা খোদ ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রীর, আশঙ্কায় কাঁপছে কংগ্রেস

ইদানিং প্রায়ই দলবিরোধী কথা বলছেন ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী।

Congress's TS Singh Deo's huge praise for PM Modi over centre's projects | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 16, 2023 6:53 pm
  • Updated:September 16, 2023 6:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে আর বাকি মাস দুয়েক। এরই মধ্যে ছত্তিশগড় নিয়ে নতুন করে চিন্তার ভাঁজ কংগ্রেস শিবিরে। খানিকটা হলেও বেসুরো শোনাচ্ছে খোদ সেরাজ্যের উপমুখ্যমন্ত্রী টি এস সিংদেও-কে (TS Singhdeo)। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে তাঁর ভূয়সী প্রশংসা করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।

মোদি ছত্তিশগড়ে গিয়েছিলেন সরকারি প্রকল্পের উদ্বোধনে। সেই মঞ্চে রাজ্যের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী টি এস সিংদেও-ও। প্রধানমন্ত্রী যেখানে মঞ্চ থেকে নানা অজুহাতে রাজ্যের কংগ্রেস সরকারকে কটাক্ষ করেছেন, সেখানে উপমুখ্যমন্ত্রী সিংদেও মোদির ভূয়সী করে গেলেন। তিনি বলে দিলেন,”কেন্দ্রের কাছে আমরা সবরকম সাহায্য পেয়েছি। অভিভাবকের মতো সাহায্য করেছেন প্রধানমন্ত্রী। যখন যেমন সাহায্য চেয়েছি, পেয়েছি।” অন্যান্য বিরোধী শাসিত রাজ্যের প্রতি বিমাতৃসুলভ আচরণ করার অভিযোগ উঠলেও ছত্তিশগড়ের প্রতি মোদি কোনওরকম পক্ষপাতিত্ব করেন বলেই দাবি করলেন টি এস সিংদেও।

Advertisement

[আরও পড়ুন: মিডিয়া ট্রায়াল রুখতে কড়া সুপ্রিম কোর্ট, ৩ মাসের মধ্যে নির্দেশিকা তৈরির নির্দেশ কেন্দ্রকে]

সিংদেও-এর এই মোদি প্রশস্তি কংগ্রেস শিবিরের হৃদকম্প বাড়াবে তাতে কোনও সংশয় নেই। ২০১৮ সালে ছত্তিশগড়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস। দল ক্ষমতায় ফেরার আগে কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হয়নি। সেসময় মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন ত্রিভুবনেশ্বর শরণ সিংদেও বা টি এস সিংদেও। কিন্তু শেষ মুহূর্তে রাহুল গান্ধীর ইচ্ছায় মুখ্যমন্ত্রী হন ভুপেশ বাঘেল। সেসময় ঠিক হয়েছিল আড়াই বছর পর টিএস সিংদেওকে (TS Singh Deo) মুখ্যমন্ত্রী করা হবে। কিন্তু আড়াই বছর পরে সেই চুক্তি মানেননি বাঘেল। যার জেরে বিদ্রোহ শুরু করেন টি এস সিংদেও। একটা সময় তাঁর দল ছাড়ারও পরিস্থিতি তৈরি হয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: নিশ্ছিদ্র নিরাপত্তায় জি-২০ আয়োজন, দিল্লি পুলিশের ৪৫০ কর্মীর সঙ্গে নৈশভোজ মোদির]

মাস ছয়েক আগে তাঁকে বুঝিয়ে শুনিয়ে দলের মূলস্রোতে ফিরিয়েছিল কংগ্রেস। তাঁকে দেওয়া হয়েছিল উপমুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর পদ। তার পরও নানাসময় দল বিরোধী কথাবার্তা বলতে শোনা গিয়েছে ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রীকে। এমনকী দলের অবস্থানের উলটো পথে হেঁটে এক দেশ, এক ভোটের প্রস্তাবকেও সমর্থন করেছিলেন। এবার যেভাবে মোদির প্রশংসা করলেন, তাতে নিঃসন্দেহে চিন্তায় থাকবে কংগ্রেস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ