BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

এক জায়গায় তিন ট্রেন, ছড়িয়ে ছিটিয়ে বগি! দুর্ঘটনা কীভাবে? নানা মুনির নানা মত

Published by: Subhajit Mandal |    Posted: June 3, 2023 5:17 pm|    Updated: June 3, 2023 5:19 pm

Coromandel Express accident, here are the possible reasons behind accident | Sangbad Pratidin

ফাইল ছবি।

নব্যেন্দু হাজরা, বালেশ্বর: মালগাড়ি, করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর হামসফর এক্সপ্রেস। একই জায়গায় তিনটি ট্রেন। আশেপাশে খেলনার মতো ছড়িয়ে-ছিটিয়ে করমণ্ডল (Coromandel Express ) এবং যশবন্তপুর এক্সপ্রেসের কামরা। কীভাবে হল মর্মান্তিক দুর্ঘটনা! মালগাড়ির ওয়াগনের উপর কীভাবে উঠল করমণ্ডলের ইঞ্জিন? যশবন্তপুর এক্সপ্রেসই বা কীভাবে জড়াল দুর্ঘটনায়। প্রশ্ন অনেক। কিন্তু, স্পষ্ট উত্তর নেই কারও কাছেই। রেলের তরফে ব্যাখ্যা দেওয়া হচ্ছে বটে কিন্তু সেই ব্যাখ্যাতেও প্রশ্ন রয়েছে।

প্রাথমিকভাবে দুর্ঘটনাস্থল দেখে দুর্ঘটনার একেবারে সঠিক কারণ আন্দাজ করা কঠিন। তবে বিশেষজ্ঞদের মতে পয়েন্টার এবং সিগন্যালিং ব্যবস্থার গণ্ডগোলের জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। হাওড়া থেকে চেন্নাই গামী করমণ্ডল এক্সপ্রেস যে লাইন দিয়ে যাচ্ছিল, ঠিক তার পাশেই লুপ লাইনে দাঁড়িয়ে ছিল মালগাড়ি। কোনওভাবে পয়েন্টার বা সিগন্যালিংয়ের গণ্ডগোলের ফলে লুপ লাইনে চলে যায় করমণ্ডল এক্সপ্রেস। পিছন থেকে সজোরে ধাক্কা মারে মালগাড়িটিকে। মালগাড়ির ওয়াগনের উপরে উঠে আসে করমণ্ডলের ইঞ্জিন। লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটির একাধিক বগি। উলটো দিক থেকে আবার যশবন্তপুর এক্সপ্রেস (Yeshwanthpur accident) সেসময় চলে আসে ডাউন লাইনে। করমণ্ডলের লাইনচ্যুত বগিতে ধাক্কা মেরে সেটিরও তিনটি বগি লাইনচ্যুত হয়।

[আরও পড়ুন: ওড়িশা ট্রেন দুর্ঘটনা: ভিডিও কলে স্ত্রীর সঙ্গে শেষ কথা, বাড়ি ফেরা হল না বর্ধমানের সফিকের]

আরেকটা মহল আবার মনে করছে, আগে কোনওভাবে লাইনচ্যুত হয়েছিল যশবন্তপুর এক্সপ্রেসই। সেই ট্রেনটির কামরাগুলি পাশের ট্র্যাকে উঠে যায় লাইনচ্যুত হওয়ার পর। সেসময় উলটো দিক থেকে আসা করমণ্ডল যশবন্তপুরের কামরায় ধাক্কা মেরে চলে যায় লুপ লাইনে। সেখানে দাঁড়িয়ে থাকা মালগাড়িটিকে ধাক্কা মারায় দুর্ঘটনাটি ঘটে।

Coromandel Express accident, here are the possible reasons behind accident

আবার রেলের দাবি, মালগাড়ির সঙ্গে করমণ্ডল এক্সপ্রেসের কোনও সংঘর্ষ হয়ইনি। কোনও কারণে প্রথমে আপ করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়। সেটি গিয়ে পড়ে পাশের ডাউন লাইনে। সেই লাইন ধরে তখন আসছিল যশবন্তপুর এক্সপ্রেস। সেটি এসে ধাক্কা মারে করমণ্ডলের লাইনচ্যুত কামরাগুলিকে। শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে যশবন্তপুর এক্সপ্রেসের পাশাপাশি ধাক্কা লেগেছে। তাতেই করমণ্ডল এক্সপ্রেসের কিছু কামরা লাইনচ্যুত হয়ে পাশের লুপ লাইনে দাঁড়ানো মালগাড়ির দিকে হেলে পড়ে। কিন্তু রেলের ব্যাখ্যায় প্রশ্ন থাকছে, এইভাবে দুর্ঘটনা হলে মালগাড়ির ওয়াগনের উপর করমণ্ডলের ইঞ্জিন উঠল কীভাবে?

[আরও পড়ুন: ‘শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনা’য় রেলের ভূমিকায় ক্ষুব্ধ মমতা, ঘোষণা আর্থিক সাহায্যেরও]

মালগাড়ির নীল রঙের ওয়াগনের একেবারে উপরে করমণ্ডলের ইঞ্জিনের উঠে যাওয়া নিয়েই যত সমস্যা। রেলের কোনও ব্যাখ্যাতেই বোঝা যাচ্ছে না কীভাবে করমণ্ডলের ইঞ্জিন ওয়াগনের উপরে উঠে গেল। সেক্ষেত্রে বারবার চলে আসছে মালগাড়ি এবং করমণ্ডল এক্সপ্রেস একই লাইনে চলে আসার তত্ত্ব।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে