BREAKING NEWS

২৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  শনিবার ১০ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

জোড়া ভ্যাকসিনে ছাড় মিলতেই করোনা যুদ্ধে আরও এগোল ভারত, কমল দৈনিক সংক্রমণ, মৃত্যু

Published by: Sucheta Sengupta |    Posted: January 4, 2021 10:01 am|    Updated: January 4, 2021 10:16 am

Corona in India: 16,505 new cases in last 24 hours, 214 death | Sangbad Pratidin

ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে করোনা (Coronavirus)মোকাবিলায় আরও এগিয়ে চলেছে ভারত। আশা উজ্জ্বল করে সপ্তাহের প্রথম দিন আরও কমল দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬,৫০৫ জন, রবিবারও এই সংখ্যা ছিল ১৮,১৭৭। একদিনে করোনার ছোবলে মৃত্যু হয়েছে ২১৪ জনের। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১৯ হাজার ৫৫৭ জন। মোট সুস্থতার সংখ্যা সাড়ে ৯৯ লক্ষের কাছাকাছি।

বছর পড়তেই দু-দুটি করোনা ভ্যাকসিনের জরুরি ভিত্তিতে প্রয়োগে ছাড় মিলেছে। সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন। কেন্দ্রের এই সিদ্ধান্ত করোনা যুদ্ধে সাফল্যের ব্যাপারে ভারতকে (India) আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। তারই নমুনা বোধহয় মিলল সোমবারের করোনা পরিসংখ্যানে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ, মৃত্যুর হার নিম্নমুখী হওয়ার পাশাপাশি কমল অ্যাকটিভ রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগী ২ লক্ষ ৪৩ হাজার ৯৫৩। রবিবার যা ছিল ২ লক্ষ ৪৭ হাজার ২২০। 

[আরও পড়ুন: নতুন বছরের শুরুতেই সুখবর, সমস্ত ভক্তের প্রবেশাধিকার মিলল পুরীর মন্দিরে]

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ১ কোটি ৩ লক্ষ ৪০ হাজার ৪৭০। করোনামুক্ত হয়ে ফিরেছেন মোট ৯৯ লক্ষ ৪৬ হাজার ৮৬৭। দেশে মোট করোনার বলি ১ লক্ষ ৪৯ হাজার ৬৪৯ জন। সামগ্রিকভাবে শীতের মরশুমে দেশের করোনা পরিস্থিতির যতটা অবনতি হবে বলে আশঙ্কা ছিল বিশেষজ্ঞদের, ততটা হয়নি। এটাই বড়সড় আশা বলে মনে করছেন তাঁরা। 

[আরও পড়ুন: অনুমোদিত দুটি ভ‌্যাকসিনই ১১০ শতাংশ নিরাপদ, দাবি DCGI-এর]

এদিকে, জরুরিকালীন পরিস্থিতিতে প্রয়োগের জন্য ছাড় দেওয়া হয়েছে দেশের দুটি ভ্যাকসিনকে। সেরামের করোনা টিকা কোভিশিল্ড হাতে পেলেই শুরু হয়ে যাবে টিকাকরণ কর্মসূচি। সেইমতো প্রস্তুতিও চলছে। বাংলা-সহ একাধিক রাজ্যে স্বাস্থ্যকর্মীদের নিয়ে চলছে মহড়া। এ মাসের মধ্যেই যে কোনও সপ্তাহে প্রথম দফার টিকাকরণ শুরু হয়ে যাবে। প্রথমদফায় বিনামূল্য়ে টিকা দেওয়া হবে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ফলে করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে বলে আশা সবমহলের।

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে