Advertisement
Advertisement
Coronavirus

করোনায় মৃত অস্থায়ী কর্মীদের ১১ জন নিকট আত্মীয়কে স্থায়ী চাকরি দিল কলকাতা পুরসভা

করোনায় মৃত অন্য পুরসভার কর্মীদেরও চাকরি দেওয়া হবে বলেই খবর।

Corona Live Update: COVID-19 Coronavirus Kolkata Municipal Corporation
Published by: Sayani Sen
  • Posted:September 8, 2020 8:22 am
  • Updated:September 9, 2020 8:18 am

আনলক ফোরেও দেশজুড়ে  বেলাগাম করোনা সংক্রমণ। ভারতে আক্রান্ত ৪২ লক্ষ ৮০ হাজার  ৪২৩ জন। মৃত্যু হয়েছে ৭২ হাজার ৭৭৫ জনের। রাজ্যে মোট আক্রান্ত  ১ লক্ষ ৮৬ হাজার ৯৫৬ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,৬৭৭ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:

রাত ১০. ৩৫: করোনা মোকাবিলায়ে নেমে মৃত অস্থায়ী কর্মীদের পরিজন বা নিকট আত্মীয়কে স্থায়ী চাকরি দিল কলকাতা পুরসভা। অন্য পুরসভার অস্থায়ী কর্মীদের মৃত্যু হলেও নিকট আত্মীয়কে স্থায়ী চাকরি দেওয়ার বিষয়টি মুখ্যমন্ত্রীর ঘোষিত নীতি মেনেই বাস্তাবায়িত হবে বলে জানা গিয়েছে। 

Advertisement

রাত ১০.০০: দেশে মোট করোনা পরীক্ষার সংখ্যা ছাড়াল ৫ কোটির গণ্ডি।

Advertisement

রাত ৯. ৪৫: রাজস্থানে নতুন করে সংক্রমিত ১,৫৯০ জন। 

রাত ৯. ২৭: গোয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১, ৬৩০।

 

রাত ৯.১২: ২১ সেপ্টেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য খুলছে স্কুল। তা নিয়ে নির্দিষ্ট গাইডলাইনস জারি করল স্বাস্থ্যমন্ত্রক।

রাত ৮.৫৪: কর্ণাটকে একদিনে আক্রান্ত ৭ হাজার ৮৬৬ জন।

রাত ৮.৪৫: ফের উর্ধ্বমুখী দিল্লির করোনার গ্রাফ। একদিনে সংক্রমিত ৩ হাজারের বেশি।

রাত ৮.২৩: একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৩ হাজার ৯১ জন। মৃত্যু হয়েছে ৫৭ জনের।

রাত ৮.০০: মধ্যপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত ১৮৬৪ জন।

সন্ধে ৭.৫০; পাঞ্জাবে একদিনে করোনা আক্রান্ত প্রায় ২ হাজার জন।

সন্ধে ৭.৪০: উত্তরাখণ্ড একদিনে করোনা আক্রান্ত ৬৫৮ জন।

সন্ধে ৭.১৫: অন্ধ্র প্রদেশে একদিনে করোনা আক্রান্ত ১০ হাজারের বেশি।

সন্ধে ৭.১০: মণিপুরে একদিনে করোনা আক্রান্তে ৯৬ জন।

সন্ধে ৭.০০: পিছিয়ে গেল জম্মু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিনক্ষণ। ৯, ১০ ও ১১ তারিখ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরীক্ষার নতুন দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে বলেও খবর। 

সন্ধে ৬. ৪৯: তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত ৫ হাজারেরও বেশি।

সন্ধে ৬.২৪: জম্মু কাশ্মীরে একদিনে করোনা আক্রান্ত ১৩৫৫ জন। 

সন্ধে ৬.০৫; কেরলে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার জনের বেশি।

 

বিকেল ৫.০০: দেশের পাঁচটি রাজ্যে ৮০ শতাংশ মৃত্যুর ঘটনা ঘটছে। দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। এই পাঁচটি রাজ্য হল মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশের, কর্ণাটক, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ু।

বিকেল ৪.৪০: মিলছে না বেতন। এমনকী, অন্যান্য সুযোগ-সুবিধাও অমিল। এই অভিযোগ তুলে পুণের কোভিড কেয়ার সেন্টারের ৮০ জন করোনা যোদ্ধা ইস্তাফা দিলেন মাত্র ১৪ দিনে।

বিকেল ৪.২০: দেশে করোনায় মৃত্যুহার নিম্নমুখী। দাবি স্বাস্থ্যমন্ত্রকের। এদিন জানানো হয়েছে, আগস্টের প্রথম সপ্তাহে এই হার ছিল ২.১৫ শতাংশ। বর্তমানে সেই হার দাড়িয়েছে ১.৭০ শতাংশে।

বিকেল ৪.০০: দিল্লিতে প্রেসক্রিপশন ছাড়া করোনা পরীক্ষা করাতে বিশেষ ব্যবস্থার নির্দেশ দিল হাই কোর্ট। বেসরকারি ল্যাবে প্রতিদিন এ ধরণের ২ হাজার নমুনা পরীক্ষা করতে পারবে। 

দুপুর ৩.১৭: মরক্কোর কাসাব্ল্যাংকাতে নতুন করে লকডাউন জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হল স্কুলও।

দুপুর ৩.০৩: মহামারীর মধ্যে পাখির চোখ নির্বাচন। বুথস্তরের কর্মীদের নিয়ে বৈঠকে বসেছেন তামিলনাড়ুর মন্ত্রী তথা এআইডিএমকে নেতা ডি জয়াকুমার।

দুপুর ২.৫০

দুপুর ২.০০: সড়ক টু সিনেমার তুম সে হি গানের শিল্পী লীনা বোস করোনা আক্রান্ত।

দুপুর ১.১২: গত ২৪ ঘণ্টায় হিমাচল প্রদেশে আক্রান্ত আরও ২৮ জন।

বেলা ১১.১৫: করোনা আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। ভরতি বেসরকারি হাসপাতালে।

বেলা ১১.১৩: করোনা সংক্রমণের জেরে উত্তরাখণ্ডে বন্ধ ৮টি সরকারি দপ্তর। 

বেলা ১১.০৫: মহারাষ্ট্রে আক্রান্ত আরও ৩৪৮ জন পুলিশকর্মী।  গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ জনের।

সকাল ১০.৪২: রাজস্থানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭২১ জন।

সকাল ৯.৪০: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৭৫ হাজার ৮০৯ জন। মৃত্যু হয়েছে ১,১৩৩ জনের।

সকাল ৮.৫৯: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ৫ কোটি ৬ লক্ষ ৫০ হাজার ১২৮ জনের করোনা পরীক্ষা হয়েছে। সোমবার ১০ লক্ষ ৯৮ হাজার ৬২১ জনের কোভিড টেস্ট হয়েছে, জানাল ICMR। 

সকাল ৮.৩৭: সেফটি ট্রায়াল এবং কোয়ালিটি টেস্টে নেই কোনও ত্রুটি। প্রথম দফায় করোনার টিকা নিয়ে এল রাশিয়া। 

সকাল ৮.০৮: আনলক ফোরে সোমবারই শুরু হল দিল্লি মেট্রো পরিষেবা। প্রথম দিনে অন্তত ১৫ হাজার যাত্রী মেট্রো চড়েছেন।

সকাল ৭.০৬: মিজোরামে আক্রান্ত আরও ৯ জন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ