Advertisement
Advertisement

Breaking News

করোনা

কনটেনমেন্ট জোনে ৩০ জুন পর্যন্ত লকডাউন, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের

দেশের বাকি অংশে ধীরে ধীরে উঠবে বিধি নিষেধ।

Corona Live Update:Lockdown to continue in Containment zones till June 30, only essential activities allowed
Published by: Sayani Sen
  • Posted:May 30, 2020 8:25 am
  • Updated:May 30, 2020 11:06 pm

দেশে ফের বাড়ল লকডাউনের মেয়াদ। দেশে যেভাবে সংক্রমণের হার বাড়ছে, তাতে লকডাউনের চতুর্থ পর্ব শেষের পূর্বেই লকডাউনের মেয়াদ বাড়াল কেন্দ্র। এই মুহূর্তে দেশে আক্রান্তের সংখ্যা  ১ লক্ষ ৭৩ হাজার ৭৬৩। মৃত্যু হয়েছে ৪৯৭১ জনের। বিশ্বের করোনা পরিসংখ্যানের নিরিখে ভারত এখন নবম স্থানে। এই মুহূর্তে বাংলাতে করোনা আক্রান্তের সংখ্যা ৫,১৩০। মৃত বেড়ে দাঁড়িয়েছে ২৩৭।করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

রাত ৯.৪৫:কোর কমিটির বৈঠকে ১ জুন পর্যন্ত গুজরাটে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ বজায় রাখা হবে বলে জানান বিজয় রূপানির সরকার। জোড়-বিজোড় নাম্বারে রোজ সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে বিপণিগুলি।

Advertisement

রাত ৯.৩০: পূর্ব বর্ধমানে নতুন করে ১৯ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি। ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার পরই এই শ্রমিকদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

রাত ৯.১৫: নামখান ও পাথরপ্রতিমায় ৩ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান।পুরুলিয়ায় নতুন করে আক্রান্ত হলেন ৬ জন। আক্রান্তরা সকলেই মহারাষ্ট্র ফিরেছেন বলে জানা যায়।

রাত ৯.০০: মহারাষ্ট্রে লাফিয়ে বাড়ছে সংক্রমণের মাত্রা। মাত্র ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হলেন ২৯৪০ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬৫ হাজার ১৬৮ জন। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান ৯৯ জন।

রাত ৮.৫০:পশ্চিমবঙ্গে দু সপ্তাহের জন্য লকডাউনের মেয়াদ বৃদ্ধি করলেন রাজ্য সরকার। ১৫ জুন পর্যন্ত বৃদ্ধি হল লকডাউনের আয়ুকাল।

রাত ৮.৪০: বন্দে ভারতের দ্বিতীয় দফায় এয়ার ইন্ডিয়া দেশে ফেরাল বিদেশে আটকে থাকা ১৩৪৩ ভারতীয়দের। দেশে আটকে থাকা ১৪১৭ জনকে ফেরত পাঠানো হয়েছে বলে জানান অসামরিক পরিবহন মন্ত্রীন হরদীপ সিং পুরী।

রাত ৮.৩০: সংক্রমণের জেরে হিমাচল প্রদেশে বাড়িয়ে দেওয়া হল স্কুলে ছুটির মেয়াদ। ১৫ জুন পর্যন্ত বাড়ানো হল ছুটির মেয়াদ।

রাত ৮.২০: ২৪ ঘণ্টায় ছত্তিশগড়ে নতুন করে ৩২জন করোনায় আক্রান্ত হলেন। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ১জন। রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৪৭।

রাত ৮.১০: ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে ১৮ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৪১৬।

রাত ৮.০০: লকডাউনে দুধের চাহিদা না থাকায় মাথায় হাত খাটাল মালিকদের। এদিন রাস্তায় কয়েকশো লিটার দুধ ফেলেআসানসোলের বারাবনিতে বিক্ষোভ দেখান তাঁরা।

সন্ধে ৭.৫০:গুজরাট থেকে ফেরার পর সংক্রমণের ভয়ে হুগলিতে নিজের বাড়িতে ঢুকতে বাধা পরিযায়ী শ্রমিকের পরিবারকে। 

সন্ধে ৭.৪০:শ্রমিক স্পেশ্যাল ট্রেনে পচা-দুর্গন্ধযুক্ত খাবার দেওয়ার অভিযোগ রেলের বিরুদ্ধে। পাশাপাশি মদ-সিগারেট খাওয়ার অভিযোগও তুললেন বর্ধমানের যাত্রীরা।

সন্ধে ৭.৩৫: কেরল থেকে পশ্চিমবঙ্গে ফেরার পথে দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকদের বাস। ওড়িশার বালাসোরে পথ দুর্ঘটনায় আহত হন ৭ জন পরিযায়ী। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

সন্ধে ৭.২০: লকডাউনের পঞ্চম দফায় বন্ধ থাকবে দিল্লি মেট্রো। আনলক-ওয়ান ঘোষণার পর জানাল দিল্লি মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।

সন্ধে ৭.১৫: আনলক ওয়ানে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে কড়া নির্দেশ জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক।

সন্ধে ৬.৫৫:৩০ জুন পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ। পঞ্চম দফায় দেশজুড়ে ১ মাসের লকডাউন।  পঞ্চম দফার এই লকডাউনের নাম দেওয়া হয়েছে আনলক-১। রাত ৯টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে কারফিউ।  খুলবে হোটেল, শপিং মল, রেস্তঁরা।  রাজ্যের অনুমতি পেলে তবেই খুলবে স্কুল, কলেজ, ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। ৮ জুন থেকে দেশের সমস্ত ধর্মস্থান খুলবে। কনটেনমেন্ট ছাড়া বাকি স্থানগুলিতে ধাপে ধাপে উঠবে লকডাউন।

সন্ধে ৬.৪৫: ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৩১৭ জন। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭ জন। মৃতের সংখ্য়া বেড়ে হল ২৩৭।মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫ হাজার।

সন্ধে ৬.৩০:মধ্যপ্রদেশে বাড়ল লকডাউনের মেয়াদ। ১৫ দিনের মেয়াদ বাড়ানো হল মধ্যপ্রদেশে।

সন্ধে ৬.৬: আশঙ্কা বাড়িয়ে মুম্বইয়ের ধারাভিতে ফের করোনা আক্রান্ত। নতুন করে আক্রান্ত ১৮ জন। মৃত্যু হয়েছে আরও ১ জনের।

সন্ধে ৬: ‘কেমন আছো?’, আশা ভোঁসলের ফোন পেয়ে আপ্লুত করোনা আক্রান্ত দমকল মন্ত্রী সুজিত বসু।

বিকেল ৫.২৪: উদ্বেগের মাঝে সুখবর। দেশে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ২৬৪ করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৪৭.৪০ শতাংশ।

বিকেল ৪.৫২: রাজ্য সরকারের সিদ্ধান্তে সহমত পোষণ। ১ জুন থেকে ১০০ শতাংশ কর্মী নিয়েই চা বাগানে কাজ হবে বলে জানিয়ে দিলেন শিলিগুড়ি টি অকশন কমিটির চেয়ারম্যান কমল তিওয়ারি। 

বিকেল ৪.৩৮: কর্ণাটকে নিষিদ্ধ গুটখা। কাউকে প্রকাশ্যে গুটখা খেতে দেখলে হতে পারে শাস্তি। 

বিকেল ৪.৩০: পরিযায়ী শ্রমিকদের গ্রামে প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তপ্ত উলুবেড়িয়ার তুলসীবেড়িয়া। চলল মারধর, বোমাবাজি। ভাঙচুর বাড়ি। গ্রেপ্তার ৫।

বিকেল ৪.০৯: বেলুড় মঠ, দক্ষিণেশ্বরের পাশাপাশি ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে তারাপীঠ, কঙ্কালিতলা, নলাটেশ্বরী মন্দির। ১৪ তারিখ মন্দির কর্তৃপক্ষের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।

বিকেল ৪.০১: সোমবার থেকে খুলছে  রাজ্যের মোটর ভেহিক্যালস অফিস। গাড়ির রেজিস্ট্রেশন থেকে শুরু করে ঠিকানা বদল – যাবতীয় কাজকর্মই হবে। পরিবহণ দপ্তর সূত্রে খবর, মোটর ভেহিক্যালস সংক্রান্ত সমস্ত পরিষেবা পেতে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।

দুপুর ৩.৪১: করোনা পরিস্থিতির মোকাবিলায় মুখ্যমন্ত্রীর নির্দেশে মালবাজার মহকুমার মেটেলি ব্লকে টাস্ক ফোর্স গঠন করা হল। 

দুপুর ২.৩৭: ককপিটে করোনার থাবা, মাঝ আকাশ থেকে ফিরল এয়ার ইন্ডিয়ার মস্কোগামী বিমান।

দুপুর ২.১৪:  ১ জুন থেকে খুলছে রাজস্থানের সমস্ত কেল্লা এবং মহল। সকাল ৯ টা থেকে দুপুর ২টো পর্যন্ত ঢুকতে পারবেন দর্শনার্থী। লাগবে না প্রবেশমূল্য। কেল্লায় প্রবেশের জন্য বাধ্যতামূলক মাস্ক। মানতে হবে সামাজিক দূরত্ববিধিও।

দুপুর ১.৩১: বারবার পুলিশের বিক্ষোভের ঘটনায় রাজ্য সরকারকে টুইটে খোঁচা রাজ্যপাল জগদীপ ধনকড়ের।

দুপুর ১.২২: করোনার কোপে এবার স্থগিত মাহেশের রথযাত্রা। রথে তোলা হবে না জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। দেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা স্থগিতের সিদ্ধান্ত মন্দির ট্রাস্ট কমিটির।

দুপুর ১.১২: নিউ বারাকপুরের এপিসি কলেজে কোয়ারেন্টাইন সেন্টার খোলা নিয়ে আপত্তি। পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। কোয়ারেন্টাইন সেন্টার খোলা হবে না আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দুপুর ১: মুম্বই থেকে উলুবেড়িয়া ফেরার পথে রহস্যমৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। রাঁচিতে উদ্ধার দেহ। পরিবারের তরফে খুনের মামলা রুজু করা হয়েছে।

বেলা ১২.৫৫: ফের দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকদের বাস।কেরল থেকে ৩৮ জন যাত্রী নিয়ে কলকাতায় ফিরছিল বাসটি  ওড়িশা বাস উলটে জখম বাংলার সাত শ্রমিক। 

বেলা ১২.১৮: এবার বিদেশমন্ত্রকেও করোনার থাবা। আক্রান্ত ২ আধিকারিক।

সকাল ১১.৪৫: গত ৬ মাস ধরে মিলছে না বেতন। প্রতিবাদে পুণের কাশীবাঈ নাভালে মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মীদের।

সকাল ১১.৩৯: দিল্লির লোকনায়ক হাসপাতালের আরও দুই স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত।

সকাল ১১.৩০: করোনা পজিটিভ মন্ত্রী সুজিত বসু, আরোগ্য কামনায় মহাযজ্ঞের আয়োজন কাউন্সিলরের।

সকাল ১১.০৪: মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ১১৪ জন পুলিশকর্মী। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩২৫ জন।

সকাল ১১.০২: দিল্লি ফেরত ৩২ জন পরিযায়ী শ্রমিকের শরীরে করোনা সংক্রমণ। তাঁরা প্রত্যেকেই কোচবিহারের দিনহাটার বাসিন্দা। পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় ফের বাড়ছে উদ্বেগ।

সকাল ১০.৪০: আগামী সোমবার থেকে ৯টি রুটে এক ঘণ্টা অন্তর মিলবে লঞ্চ, জানালেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়া শিপিং, হাওড়া-ফেয়ারলি, ফেয়ারলি-কুঠিঘাট ভায়া রতনবাবু-কাশীপুর-বাগবাজার, কুঠিঘাট-বেলুড়, নূরপুর-গাদিয়াড়া, নাজিরগঞ্জ-মেটিয়াবুরুজ, হাওড়া-বাগবাজার ভায়া আহিরীটোলা-শোভাবাজার, রামকৃষ্ণপুর-চাঁদপাল, চাঁদপাল-হাওড়া ভায়া ফেয়ারলি রুটে চলবে ভেসেল।

সকাল ১০.৩৬: করোনামুক্ত হয়ে বাড়ি ফিরল বছর চারেকের এক শিশু। রায়গঞ্জের কোভিড হাসপাতালে ভরতি ছিল সে। ওই শিশুর বাবা-মা উত্তরপ্রদেশে কাজ করতেন। সেখান থেকে হেমতাবাদে ফেরার পরই জানা যায় ওই শিশু করোনা আক্রান্ত।

সকাল ১০.২৯: ওড়িশায় নতুন করে করোনা আক্রান্ত ৯৬ জন। আক্রান্তের সংখ্যা মোট বেড়ে দাঁড়াল ১৮১৯। 

সকাল ১০.০৪: বদরপুর-ফরিদাবাদ সীমান্তে গাড়ির লম্বা লাইন। পরিচয়পত্র পরীক্ষা করে গাড়ি যেতে দেওয়া হচ্ছে। 

সকাল ৯.২২:  গত ২৪ ঘণ্টায় ফের সর্বোচ্চ করোনা সংক্রমণ। নতুন করে আক্রান্ত ৭৯৬৪ জন। মৃত্যু হয়েছে ২৬৫ জনের। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৭৩ হাজার ৭৬৩। এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪৯৭১ জনের। 

ভোর ৪.৩৭: সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৮৭৮ জন। বিশ্বে করোনা আক্রান্তদের মৃত্যুর নিরিখে পঞ্চম স্থানে ব্রাজিল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ