Advertisement
Advertisement

Breaking News

Coronavirus

Coronavirus: উৎসবের মাঝে সুখবর! কমছে সংক্রমণ, দেশে গত ২৪ ঘণ্টায় করোনার বলি দু’শোরও কম

ইতিমধ্য়ে দেশের ৯৫ কোটিরও বেশি মানুষের টিকাকরণ হয়ে গিয়েছে।

Coronavirus in India: 18,132 new cases in last 24 hours, 193 death | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 11, 2021 10:01 am
  • Updated:October 11, 2021 10:15 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের (Coronavirus)বিরুদ্ধে যুদ্ধে দ্রুত এগিয়ে চলেছে ভারত (India)। উৎসবের মরশুমে দেশের কোভিড (COVID-19) গ্রাফে বড়সড় স্বস্তি। রবিবার তুলনায় গত ২৪ ঘণ্টায় আরও কমল করোনা সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১৩২ জন, মৃত্যু হয়েছে ১৯৩ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ৫৬৩জন। এ নিয়ে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ শতাংশের বেশি।

দেশে কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও।  এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ২ লক্ষ ২৭ লক্ষ ৩৪৭।  মহামারীর কবলে প্রাণ হারিয়েছেন দেশের মোট সাড়ে চার লক্ষেরও বেশি মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩২ লক্ষ ৯৩ হাজার ৪৭৮ জন।

[আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীকে লাগাতার ধর্ষণ! উত্তরপ্রদেশে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক]

তবে কেরলের করোনা পরিস্থিতিতে জারি থাকছেই উদ্বেগ। দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সিংহভাগই দক্ষিণের এই রাজ্যের। গত ২৪ ঘণ্টায় কেরলে নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৬৯১ জন, মৃত্যু হয়েছে ৮৫ জনের। 

নবরাত্রির উৎসবে মেতেছে গোটা দেশ। তবে উৎসব বলে দেশে করোনা টিকাকরণের (Corona vaccination) মতো গুরুত্বপূর্ণ কাজের গতি শ্লথ হয়নি মোটেই। বরং বিজয়া দশমীর মধ্যে ১০০ কোটি মানুষকে টিকাদানের লক্ষ্য নিয়ে আরও জোরকদমে চলছে টিকাকরণের কাজ। এ পর্যন্ত ৯৫ কোটি ১৯ লক্ষ ৮৪ হাজার ৩৭৩ জন পেয়েছেন ভ্যাকসিন। লক্ষ্য়পূরণের জন্য হাতে আর ৫ দিন সময়। তার মধ্যেই টিকাপ্রাপকের সংখ্যা ১০০ কোটি ছুঁয়ে ফেলবে বলে আশাবাদী কেন্দ্র।

[আরও পড়ুন: ‘লখিমপুরে হিন্দু-শিখের লড়াই বাঁধানোর চেষ্টা হচ্ছে’, চাঞ্চল্যকর টুইট বরুণ গান্ধীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ