Advertisement
Advertisement
Coronavirus

পজিটিভিটি রেট ৭ শতাংশ! শেষ পাঁচদিনে দেশে করোনা আক্রান্ত ৫০ হাজারেরও বেশি

সদ্যই ৮ রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র।

Coronavirus: India reports 10,112 COVID-19 cases | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 23, 2023 11:52 am
  • Updated:April 23, 2023 11:53 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই দেশের আট রাজ্যকে সতর্ক করেছিল কেন্দ্র। নির্দেশ দেওয়া হয়েছিল করোনা সতর্কতা বৃদ্ধি করার। যার সামান্য হলেও সুফল মিলল দেশের দৈনিক কোভিড পরিসংখ্যানে। রবিবার খানিকটা হলেও কমল দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। তবে এখনও উদ্বেগ মৃতের সংখ্যা এবং পজিটিভিটি রেটে।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১১২ জন। গতকাল এই সংখ্যাটা ছিল প্রায় সাড়ে ১২ হাজার। একদিনে দৈনিক আক্রান্ত প্রায় হাজার দুই কমেছে। শেষ পাঁচদিনই দেশের দৈনিক আক্রান্ত ১০ হাজারের বেশি। অর্থাৎ পাঁচ দিনে ৫০ হাজারের বেশি মানুষ মারণ রোগে আক্রান্ত হয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: গুলি চালানোর সময় ‘জয় শ্রীরাম’ স্লোগান, আতিকের থেকেও বড় গ্যাংস্টার হতে চেয়েছিল হত্যাকারীরা]

উদ্বেগজনক বিষয় হল, দেশের দৈনিক এবং সাপ্তাহিক পজিটিভিটি রেট দুটোই হু হু করে বাড়ছে। দৈনিক পজিটিভিটি রেট বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে ৭.০৩ শতাংশে আর সাপ্তাহিক পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৫.৪৩ শতাংশ। পজিটিভিটি রেটের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬৭ হাজার ৮০৬। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯ জনের। গতকাল সংখ্যাটা ছিল ৪২।

[আরও পড়ুন: ‘উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলার মৃত্যু’, আতিক খুনে সরব বিরোধীরা]

উল্লেখ্য, কোভিড নিয়ে ফের সতর্ক হচ্ছে কেন্দ্র। শুক্রবারই মোট আট রাজ্যকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। সেই তালিকায় আছে উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, রাজাস্থান, মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, হরিয়ানা এবং দিল্লি। সবকটি রাজ্যকেই কোভিড নিয়ে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement