Advertisement
Advertisement

Breaking News

Coronavirus COVID-19

রেকর্ড গড়ে দেশে একদিনে করোনাজয়ী ৪ লক্ষ ২২ হাজার, তুলনায় অনেক কম আক্রান্ত

রেকর্ড গড়ল দৈনিক মৃত্যুও।

Coronavirus: India reports 2,63,533 new COVID-19 cases, 4,22,436 discharges | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 18, 2021 9:43 am
  • Updated:May 18, 2021 10:11 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের দৈনিক করোনা গ্রাফে বড়সড় স্বস্তি। সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়ে একদিনে সুস্থ হলেন ৪ লক্ষ ২২ হাজার মানুষ। এই প্রথম দৈনিক সুস্থতার সংখ্যাটা চার লক্ষের উপরে উঠল। আরও স্বস্তির খবর হল, দৈনিক আক্রান্তের সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য বাড়লেও, করোনাজয়ীর সংখ্যার থেকে অনেকটা কম। তবে, এসবের মধ্যে উদ্বেগের খবর হল দেশের মোট আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল আড়াই কোটি। দৈনিক মৃত্যুর সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটাই বেড়েছে।

মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৬৩ হাজার ৫৩৩ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য বেশি হলেও গত কয়েক সপ্তাহের তুলনায় অনেকটা কম। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫২ লক্ষ ২৮ হাজার ৯৯৬ জন। অর্থাৎ দেশে মোট করোনা আক্রান্ত আড়াই কোটি পেরল। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ২ লক্ষ ৭৮ হাজার ৭১৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের। এই সংখ্যাটা গত কয়েক দিনের তুলনায় অনেকটাই বেশি।

[আরও পড়ুন: আতঙ্ক বাড়িয়েই চলেছে করোনার দ্বিতীয় ঢেউ, দেশে একদিনে ৫০ জন চিকিৎসকের মৃত্যু]

তবে বড়সড় স্বস্তির খবর হল, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৪ লক্ষ ২২ হাজার ৪৩৬ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অনেক বেশি। যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস একধাক্কায় কমল দেড় লক্ষের বেশি। আপাতত অ্যাকটিভ কেস ৩৩ লক্ষ ৫৩ হাজার ৭৬৫ জন। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ১৫ লক্ষ ৯৬ হাজার ৫১২ জন। করোনা রুখতে টিকাকরণে জোর দিচ্ছে ভারত। দেশে টিকাকরণের হারও ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ১৮ কোটি ৪৪ লক্ষ ৫৩ হাজার ১৪৯ জন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ