Advertisement
Advertisement
Coronavirus COVID-19

দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ফের দশ হাজারের নিচে, কমল মৃত্যুও

কমল অ্যাকটিভ কেসও।

Coronavirus: India reports 9,121 new COVID-19 cases, 11,805 discharges | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 16, 2021 10:00 am
  • Updated:February 16, 2021 10:00 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রক সদ্যই দাবি করেছে, করোনার ভয়াবহ সময় পেরিয়ে এসেছে ভারত। গত বছর ১ অক্টোবরের পর থেকেই দেশের কোভিড গ্রাফ নিম্নমুখী। বস্তুত লকডাউন তথা আনলক পর্বে যে করোনা পরিসংখ্যান রীতিমতো উদ্বেগজনক ছিল, চলতি বছরের গোড়া থেকেই তা অনেকটা নিয়ন্ত্রণে। ধীরে ধীরে এই মারণ রোগের বিরুদ্ধে জয়ের দিকে এগোচ্ছে দেশ। বসন্ত পঞ্চমীর সকালের পরিসংখ্যানও সেকথাই বলছে। এদিন আরও একবার দেশের দৈনিক আক্রান্তের সংখ্যাটা নেমেছে ১০ হাজারের নিচে। শুধু তাই নয়, কমেছে দৈনিক মৃতের সংখ্যাও।

গত কয়েকদিন ধরেই দেশের দৈনিক আক্রান্তের সংখ্যাটা ১১-১২ হাজারের আশেপাশে ঘোরাফেরা করছে। তবে, মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১২১ জন। যা আগের দিনের থেকে অনেকটাই কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯ লক্ষ ২৫ হাজার ৭১০ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৮১৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮১ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটাই কম।

[আরও পড়ুন: এবার করোনা যোদ্ধার মর্যাদা পাবেন ভোটকর্মীরাও, নির্বাচনের আগেই পাবেন টিকা]

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১১ হাজার ৮০৫ জন। যা দৈনিক আক্রান্তের থেকে প্রায় ২ হাজার বেশি। ফলে আপাতত দেশে মোট অ্যাকটিভ কেস কমে দাঁড়াল ১ লক্ষ ৩৬ হাজার ৮৭২ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৬ লক্ষ ৩৩ হাজার ২৫ জন। দেশে ইতিমধ্যেই ৮৭ লক্ষ ২০ হাজার ৮২২ জন স্বাস্থ্যকর্মীকে করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েক লক্ষ স্বাস্থ্যকর্মী করোনার টিকার দ্বিতীয় ডোজও পেয়ে গিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ