Advertisement
Advertisement

Breaking News

Coronavirus

একদিনেই মৃত্যু ৬ হাজার ১৪৮ জনের! ফের ঊর্ধ্বমুখী দেশের Corona সংক্রমণের গ্রাফ

বিহার সরকার সংশোধিত তালিকা প্রকাশ করায় অনেকটা বাড়ল মৃতের সংখ্যা।

Coronavirus: India reports 94,052 COVID-19 cases, 1,51,367 discharges & 6148 deaths | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 10, 2021 9:50 am
  • Updated:June 10, 2021 9:55 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিনেই মৃত্যু ৬ হাজার ১৪৮ জনের! খাতায় কলমে করোনার দৈনিক মৃতের সংখ্যায় নয়া রেকর্ড গড়ল ভারত। গত বেশ কয়েকদিন দেশের দৈনিক সংক্রমণ এবং মৃতের সংখ্যাটা নিম্নমুখীই ছিল। এদিন সংক্রমণের সংখ্যাটাও খানিকটা বেড়েছে। তবে মৃতের সংখ্যা বৃদ্ধিটা একপ্রকার অবিশ্বাস্য। কারণ লাগাতার বেশ কয়েকদিন মৃতের সংখ্যা ছিল ৩ হাজারের পাশেপাশে। যদিও হঠাত মৃতের সংখ্যায় এই বৃদ্ধির নেপথ্যে দায়ী বিহার সরকার। আজই বিহার সরকারের তরফে মৃতদের তালিকা সংশোধন করা হয়েছে। নতুন তালিকায় মৃতের সংখ্যা বেড়েছে ৭২ শতাংশ। 

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৪ হাজার ৫২ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯১ লক্ষ ৮৩ হাজার ১২১ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৩ লক্ষ ৫৯ হাজার ৬৭৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪৮ জনের। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।

[আরও পড়ুন: ৬ মিনিট হাঁটা, রেমডেসিভিরে না! শিশুদের জন্য Covid-19 গাইডলাইন প্রকাশ কেন্দ্রের]

তবে, স্বাস্থ্যমন্ত্রকের জন্য বড় স্বস্তির জায়গা হল অ্যাকটিভ কেস। এদিন নতুন করে অ্যাকটিভ কেস কমেছে প্রায় ৫৫ হাজারের কাছাকাছি। যার ফলে চিকিৎসাধীন রোগীর সংখ্যা নেমে এসেছে ১২ লক্ষের নিচে। আপাতত অ্যাকটিভ কেস ১১ লক্ষ ৬৭ হাজার ৯৫২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লক্ষ ৫১ হাজার ৩৬৭ জন। ইতিমধ্যেই ভারতে ২৩ কোটি ৯০ লক্ষ ৫৮ হাজার ৩৬০ জনকে টিকা দেওয়া হয়েছে। নিয়মিত বাড়ছে করোনা পরীক্ষার হারও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ