BREAKING NEWS

১১ চৈত্র  ১৪২৯  রবিবার ২৬ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

Coronavirus Update: দেশের কোভিড গ্রাফে সামান্য উন্নতি, দৈনিক সংক্রমণ নামল হাজারের নিচে

Published by: Sucheta Sengupta |    Posted: November 11, 2022 11:14 am|    Updated: November 11, 2022 11:42 am

Coronavirus Update: 842 new cases in last 24 hours in India, 6 death | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে করোনা পরিস্থিতির সামান্য উন্নতির খবর মিলল শুক্রবার। গত কয়েকদিন মহামারীর দাপট তলানিতে ঠেকেছিল। কিন্তু বৃহস্পতিবার যেভাবে একলাফে দৈনিক সংক্রমণ হাজার পেরিয়ে গেল, তাতে ফের চিন্তা বেড়েছিল। কিন্তু শুক্রবারের কোভিড (COVID-19) গ্রাফ সামান্য নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৮৪২, মৃত্যু হয়েছে ছ’জনের। অ্যাকটিভ কেস (Active Cases) নেমে এল প্রায় ১৩ হাজারের কাছাকাছি। এই পরিসংখ্যানে খানিকটা হলেও স্বস্তি মিলল।

শুক্রবার দেশের কোভিড পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে করোনা ভাইরাসে (Coronavirus) মোট আক্রান্তের সংখ্যা ৪,৪৬,৬৪,৮১০। সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ১২, ৭৫২ জন। যা মোট আক্রান্তের মাত্র ০.৩ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৫২০ জন। মহামারীকে নির্মূল করার লক্ষ্যে টিকাকরণ চলছে জোরকদমে। ইতিমধ্যে দেশে করোনা টিকার (Corona vaccine) ২১৯ কোটি ৭7 লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। তবে সম্প্রতি জনতার মধ্যে বুস্টার বা প্রিকশন ডোজ নেওয়ার আগ্রহ কমছে বলেও লক্ষ্য করেছে কেন্দ্র। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আরও একটি মত, যারা একাধিকবার কোভিড আক্রান্ত হচ্ছেন, তাদের স্বাস্থ্য নিয়ে বাড়তি ঝুঁকি থাকছে। 

[আরও পড়ুন: মাটির মানুষ! ২ কিলোমিটার পায়ে হেঁটে পুরীর মন্দিরে গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু]

গোটা বিশ্বে কমবেশি এখনও মহামারীর প্রভাব রয়েছে। তবে করোনার ‘আঁতুড়ঘর’ চিনের (China) অবস্থা এখনও উদ্বেগজনক। সাংহাইতে তো লকডাউন চলছেই। এছাড়া বেজিং, ঝেংঝৌ শহরে ক্রমশ ছড়াচ্ছে করোনা ভাইরাস। বেজিংয়ে তো গত এক বছরের তুলনায় এই মুহূর্তে কোভিড সংক্রমণ সবচেয়ে বেশি। 

[আরও পড়ুন: অনুব্রত-সুকন্যার পঞ্চম লটারির হদিশ পেল সিবিআই! অ্যাকাউন্টে ঢুকেছিল ৫০ লক্ষ টাকা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে