BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

মেট্রো রেলের লিফ্টে যৌনতায় মেতে যুবক-যুবতী, ভাইরাল ভিডিও

Published by: Sulaya Singha |    Posted: February 9, 2019 6:08 pm|    Updated: February 9, 2019 6:08 pm

Couple caught kissing on camera

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর কয়েক আগের কথা। অরক্ষিত এটিএম-এ ঢুকে প্রেমিক-প্রেমিকার উদ্দাম যৌনতার সাক্ষী থেকেছিল এ বাংলা। যা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। এবার লীলাক্ষেত্র হিসেবে যুবপ্রজন্ম বেছে নিয়েছে পাতাল রেলের লিফ্টকে। তবে এবার ঘটনাস্থল হায়দরাবাদ। বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডের যৌন উত্তেজনা আর গভীর চুম্বনের ফুটেজ ক্যামেরাবন্দি হয়ে এবার ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

[প্রদেশের সিদ্ধান্তেই সিলমোহর রাহুলের, বামেদের সঙ্গে জোটের রাস্তা খোলা রাখল কংগ্রেস]

হায়দরাবাদের মেট্রো রেলের লিফ্ট সদা ব্যস্ত। যাত্রী নিরাপত্তার জন্য লিফ্টের মধ্যে বসেছে সিসিটিভিও। কিন্তু সেখানে নেই কোনও নিরাপত্তারক্ষী। ফলে অতর্কিতেই তা হয়ে উঠেছে লীলাক্ষেত্র। যাকে বলে – ফূর্তির প্রাণ গড়ের মাঠ। প্রেমিক যুগল হাত ধরে লিফ্টে ঢুকছেন। আর দরজা বন্ধ হতেই শুরু হয়ে যাচ্ছে শৃঙ্গার। গভীর চুম্বন তো বটেই, হস্তমৈথুন করতেও পিছপা হচ্ছেন না তাঁরা। আরও অবাক লাগবে এটা জানলে, সিসিটিভি-তে যে তাঁদের সব কীর্তি যে ধরা পড়ছে, তাঁরা তা বুঝতেও পারছেন। বা বুঝলেও তাতে কোনও ভ্রুক্ষেপ নেই। তাঁরা মজে নিজেদের  প্রেমলীলায়। একের পর এক এমন ঘটনার ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পরই শুরু হয়েছে বিতর্ক। মেট্রো রেলের লিফ্টে এমন ঘটনা স্বাভাবিকভাবেই কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। তাদের চোখ এড়িয়ে দিনের পর দিন কীভাবে এমন কাণ্ড ঘটাচ্ছেন যুবক-যুবতীরা? এ প্রশ্নই উঠছে।

ইতিমধ্যেই বিষয়টি কানে পৌঁছেছে মেট্রো রেল কর্তৃপক্ষের। কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তাদের তরফে জানানো হয়েছে। পাশাপাশি ঠিক কোন স্টেশনের লিফ্টের সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে, তাও চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে যুবপ্রজন্মের এমন প্রবৃত্তি সমালোচিত হচ্ছে দেশের প্রতিটি কোণে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে