Advertisement
Advertisement

Breaking News

কেন্দ্রীয় বাজেটকে ‘গিমিক’ বলে কটাক্ষ বামেদের

অর্থমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ ইয়েচুরির।

CPIM dubs budget 2017 a gimmick
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 1, 2017 2:42 pm
  • Updated:February 1, 2017 2:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবছরের সাধারণ বাজেটকে ‘গিমিক’ বলে মন্তব্য করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর অভিযোগ, মনরেগায় পর্যাপ্ত বরাদ্দ বৃদ্ধি হয়নি। যেটুকু হয়েছে সেটা সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য। প্রসঙ্গত গতবছর বাজেটে ৪৭,৪০০ কোটি টাকা মনরেগায় বরাদ্দ হয়েছিল, এবছর বরাদ্দ করা হয়েছে ৪৮,০০০ কোটি টাকা।

(বাজেটে দাম বাড়ল তামাকজাত দ্রব্য এবং মোবাইল ফোনের)

সিপিএমের দাবি, এই বাজেট কারচুপির বাজেট। ইয়েচুরি বলেন, “অর্থমন্ত্রীও এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহের সঙ্গে পাল্লা দিয়ে অন্তঃসারশূন্য প্রতিশ্রুতি দিচ্ছেন। এই বাজেট তার উৎকৃষ্ট উদাহরণ।” বিভিন্ন সংস্থার করা অর্থনৈতিক সমীক্ষায় যে সুপারিশ করা হয়েছিল, এই বাজেটে তার ঠিক উল্টো প্রস্তাব গৃহিত হয়েছে, অভিযোগ ইয়েচুরির।

Advertisement

(করছাড়ে মহাখুশি মধ্যবিত্ত, গোঁসা শুধু বিরোধীদের)

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ