BREAKING NEWS

১৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ২৮ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

আয়কর ফাঁকি, চিট ফান্ড যোগসূত্রতার দায়ে এবার সিপিএম

Published by: Sangbad Pratidin Digital |    Posted: May 26, 2016 9:19 am|    Updated: May 26, 2016 9:19 am

CPM Is Now Involved In Chit Fund Scam

নিজস্ব সংবাদদাতা: কর ফাঁকি দেওয়ার অভিযোগে আয়কর দফতরের নোটিস এবার শাসক দলের দুই মন্ত্রী এবং তিন বিধায়ককে৷ সমাজকল্যাণ মন্ত্রী বিজিতা নাথ, বনমন্ত্রী নরেশ জমাতিয়া, বিধায়ক কেশব দেববর্মার মতো প্রভাবশালী সিপিএম নেতার এই নোটিস পাওয়ার খবরে রীতিমতো বিরোধীদের আক্রমণের মুখে দল৷ বনমন্ত্রী নরেশ জমাতিয়া এই খবর মেনেও নিয়েছেন৷ আয়কর দফতর উত্তর-পূর্বাঞ্চলের শাখায় এই পাঁচজনকে তলব করেছে৷ ইতিমধ্যেই কেশব দেববর্মা গুয়াহাটিতে আয়কর আধিকারিকদের সঙ্গে দেখাও করেছেন৷

অভিযোগ এই পাঁচজন দীর্ঘদিন ধরে শুধু আয়কর দেননি তাই নয়, দীর্ঘ দিন ধরে ভুল তথ্য সরবরাহ করেছেন৷ আবার মন্ত্রী বিজিতা নাথের বিরু‌দ্ধে অভিযোগ, তিনি রোজভ্যালির এজেন্ট ছিলেন৷ রোজভ্যালির বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখাও গিয়েছিল৷
এই পাঁচজনকে নির্দিষ্ট সময়ে দফতরে হাজির হয়ে উত্তর দিতে হবে৷ তাতে আয়কর দফতর সন্তুষ্ট না হলে তাঁদের বাড়িতে তল্লাশি চালানো হতে পারে৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে