Advertisement
Advertisement

Breaking News

নারীবাহিনীর হাতেই এবার নকশাল দমনের ছক কষছে সিআরপিএফ

“নকশালরা দেশের উন্নতির বাধা হয়ে দাঁড়িয়েছে৷ সে বাধা মুছে দিতেই আমরা এসেছি৷”

CRPF has deployed a team of women commandos in anti-Naxal operations in Jharkhand
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 15, 2016 4:42 pm
  • Updated:November 15, 2016 5:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারীর হাতেই অসুরদলন৷ নারীশক্তিকে তাই এ দেশ পুজো করে এসেছে বরাবর৷ এবার দেশের বিছিন্নতাবাদী শক্তি নির্মূল করতে ভরসা করা হল নারীশক্তির উপরই৷ ঝাড়খণ্ডে নকশাল দমনে প্রথমবার আসরে ভারতীয় সিআরপিএফের নারীবাহিনী৷

রাঁচির প্রত্যন্ত নকশাল উপদ্রুত এলাকায় কাজ করছেন এই মহিলা জওয়ানরা৷ ১৩৩ ব্যাটালিয়নের নেতৃত্বে ডেল্টা ব্যাটালিয়নের প্রায় ১৩৫ জন মহিলা আছেন এই বাহিনীতে৷ নকশাল দমনে অনেকক্ষেত্রেই মহিলাদের নিয়ে সমস্যায় পড়েন ভারতীয় জওয়ানরা৷ কেন না নকশাল দলে বহু নারী থাকেন৷ সেই অসুবিধা দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷

Advertisement

১৩৩ ব্যাটালিয়নের পক্ষে নীরজ পাণ্ডে জানাচ্ছেন, মহিলারা যোগ দেওয়ার পর নকশাল দমনের মাত্রা অনেকটাই বেড়েছে৷ যে অসুবিধাগুলি ছিল তা দূর হওয়ায় অনেকটাই সক্রিয় হতে পেরেছে সিআরপিএফ৷

Advertisement

নতুন এই দায়িত্ব পালন করতে পেরে খুশি মহিলা জওয়ানরাও৷ বাহিনীর প্রধান শক্তি তিরকে জানাচ্ছেন, “আমরা দেশের হয়ে কাজ করতে চাই৷ আর তাই আজ এখানে এসেছি৷ নকশালরা দেশের উন্নতির বাধা হয়ে দাঁড়িয়েছে৷ সে বাধা মুছে দিতেই আমরা এসেছি৷”

বিছিন্নতাবাদী শক্তি দমন করতে যেরকম প্রশিক্ষণ লাগে, তাই দেওয়া হয়েছে এই বাহিনীকে৷ ফলে বিছিন্নতাবাদী কার্যকলাপ তাঁরা নিজেরাই দমন করতে পারবে বলেই বিশ্বাস সেনার৷ আধুনিক অস্ত্র ও প্রযুক্তি তুলে দেওয়া হয়েছে তাঁদের হাতে৷ প্রশিক্ষণ, প্রযুক্তি আর মানসিক জোর-এই সম্বল করেই দেশের বিছিন্নতাবাদী শক্তি দমন করতে আসরে নেমেছে ভারতীয় নারীশক্তি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ