Advertisement
Advertisement

ইদের দিনেও কারফিউ জারি কাশ্মীরে

সব মিলিয়ে ইদের দিনেও স্বাভাবিক নেই কাশ্মীর৷ যদিও কড়া নিরাপত্তার উপর ভিত্তি করে ইদের দিন শান্তি বজায় থাকবে কাশ্মীরে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল৷

Curfew in entire Kashmir Valley on Eid; surveillance by choppers, drones
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 13, 2016 1:24 pm
  • Updated:September 13, 2016 1:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদের দিনেও ভাল নেই কাশ্মীর৷ বরং চলতি সপ্তাহে সেনা-জঙ্গি লড়াইকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত ভূস্বর্গ৷ গতকাল অর্থাৎ সোমবার থেকে কাশ্মীরের ১০ জেলায় আবারও কারফিউ জারি করেছে প্রশাসন৷ বিচ্ছিন্নতাবাদী শক্তির বাড়বাড়ন্ত রুখতে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল পরিষেবা৷ ফোনের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও৷ আগামী ৭২ ঘণ্টার জন্য এই ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে ভূস্বর্গকে৷ জানা গিয়েছে হেলিকপ্টার এবং ড্রোনের মাধ্যমে উত্তপ্ত এলাকাগুলিতে নজরদারি চালানো হচ্ছে৷

সম্প্রতি অনন্তনাগে শেরবাগ পুলিশ পোস্টে গ্রেনেড হানায় নিহত হয়েছেন বিলাল আহমেদ নামে এক স্থানীয় বাসিন্দা। গুরুতর জখম হয়েছেন তিন পুলিশ কর্মী-সহ মোট ১৪ জন৷ আর এই অশান্তির পরেই ১০ জেলায় জারি করা হয়েছে কারফিউ৷ এর পাশাপাশি, সোমবার পুঞ্চের জঙ্গি ও সেনাবাহিনীর লড়াইয়ে চতুর্থ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ গত রবিবারই পুঞ্চ জেলার উপকণ্ঠে এক নির্মীয়মাণ সরকারি ভবনে আশ্রয় নেওয়া তিন পাকিস্তানি জঙ্গিকে খতম করেছিল ভারতীয় সেনা৷ কিন্তু দু’পক্ষের গুলি বিনিময়ে এক পুলিশকর্মীরও মৃত্যু হয়৷ গুরুতর আহত হন আরও এক সাব-ইন্সপেক্টর৷

Advertisement

সব মিলিয়ে ইদের দিনেও স্বাভাবিক নেই কাশ্মীর৷ যদিও কড়া নিরাপত্তার উপর ভিত্তি করে ইদের দিন শান্তি বজায় থাকবে কাশ্মীরে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ