Advertisement
Advertisement

দেশের বাজারে বন্ধ হতে পারে ফেয়ারনেস ক্রিমের বিক্রি!

সংস্থার তরফে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে লিখিতভাবে আবেদন করা হয়েছে, যাতে অনুমতি ছাড়া কোনও কর্টিকোস্টেরয়েড যুক্ত ক্রিম বাজারে বিক্রি করা না যায়৷

customers may need government nod for using fairness cream
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 14, 2016 8:54 pm
  • Updated:August 14, 2016 8:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিভি-র পর্দায় চোখ রাখলেই একগুচ্ছ ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের দেখা মেলে৷ কেউ বলছে, “আমাদের ক্রিম মেখে সবচেয়ে বেশি ফর্সা হওয়া যায়৷” কোনও কোম্পানি তো আবার কোটি টাকা বাজি ধরে ক্রেতাদের ফর্সা করার প্রতিশ্রুতি দিচ্ছে৷ এমন সব বিজ্ঞাপন দেখে অনেকেই বাজার থেকে এটা-ওটা-সেটা ফেয়ারনেস ক্রিম কিনে ফেলেন৷ আর সেই ক্রিমই অজান্তে শরীরে নানা রোগের জন্ম দেয়৷ এবার এসব কোম্পানিগুলির উপর লাগাম টানতে আসরে নেমেছে টাস্ক ফোর্স অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ডার্মাটোলজিস্টস, ভেনেরিওলজিস্টস অ্যান্ড লেপ্রোলজিস্টস৷

সংস্থার তরফে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে লিখিতভাবে আবেদন করা হয়েছে, যাতে অনুমতি ছাড়া কোনও কর্টিকোস্টেরয়েড যুক্ত ক্রিম বাজারে বিক্রি করা না যায়৷ এআইআইএমএস-এর ফার্মাকোলজি বিভাগের প্রধান ওয়াই কে গুপ্তা বলেন, “প্রেসক্রিপশন ছাড়াই বাজার থেকে অনেকে কর্টিকোস্টেরয়েড যুক্ত ক্রিম কেনেন৷ এই ক্রিমের ব্যবহারে কী ক্ষতি হতে পারে, সে বিষয়ে বেশিরভাগ ক্রেতাই অন্ধকারে থেকে যান৷ আমরা ঠিক এই বিষয়টির বিরুদ্ধেই আবেদন জানিয়েছি৷ মানুষকে এর ব্যবহার সম্বন্ধে আরও সচেতন করে তুলতে হবে৷”

Advertisement

কর্টিকোস্টেরয়েড আসলে কী? এটি এমন একটি স্টেরয়েড হরমোন যা কৃত্রিমভাবে মানুষের ত্বককে লালচে করে দেয়৷ এর লাগাতার ব্যবহারের ফলে নানা ধরনের চর্মরোগ হতে পারে৷ ডায়াবেটিস হতে পারে৷ এমনকী মস্তিষ্কে টিউমার হওয়ার সম্ভাবনাও থাকে৷ সেই কারণে চিকিৎসকদের পরামর্শ না নিয়ে যে কোনও ফেয়ারনেস ক্রিম ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হতে পারে৷ আর তাই ক্রিম বিক্রির উপর লাগাম টানতে চাইছে টাস্ক ফোর্স৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ