Advertisement
Advertisement

Breaking News

‘বিকাশ’ আওড়ে চার বছর পূর্তির ভাষণ মোদির, তীব্র কটাক্ষ বিরোধী জোটকে

কতটা সফল মোদি সরকার?

Cuttack: PM Narendra Modi slams opposition unity on the occasion of 4yrs celebration of Modi Govt
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 26, 2018 8:21 pm
  • Updated:May 26, 2018 8:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেমন গেল মোদি সরকারের চার বছর? গত চার বছরের শাসনকালে কী পেলেন দেশের আম জনতা? কোথায় গেল ‘অচ্ছে দিন’-এর প্রতিশ্রুতি? কতটা সফল নরেন্দ্র দামোদরদাস মোদি? চার বছর পূর্তি অনুষ্ঠানের ভাষণে ‘মনের কথা’ খোলসা করলেন দেশের প্রধানমন্ত্রী৷ কটকের জনসভায় দীর্ঘ ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরুতেই তোলেন উন্নয়নের কথা৷ তাঁর সরকার কী কী করতে পেরেছে তা জাহির করারও চেষ্টা করেন তিনি৷ দেশের বিকাশ পর্ব থামিয়ে কংগ্রেস-সহ বিরোধীদের একহাত নেন৷ গান্ধী পরিবারের বিরুদ্ধেও দাগেন তোপ৷ প্রায় এক ঘণ্টার ভাষণে বিকাশ ও গান্ধী পরিবারকে নিয়ে মুখ খুলেও স্বযত্নে এড়িয়ে যান দেশের বর্তমান অর্থনীতি, কর্মসংস্থান, শিল্প-বাণিজ্য ও স্বাস্থ্য-শিক্ষার প্রসঙ্গ৷

[নিপা তাঁকে ডরায় না, ৪০০ চামচিকে নিয়ে শান্তির সংসার বৃদ্ধার]

শনিবার সন্ধ্যা নামার একটু আগেই কটকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম আওড়ে দেশভক্তির বাণী শোনানোর চেষ্টা করেন প্রধানমন্ত্রী৷ দেশভক্তির সঙ্গে সঙ্গে দেশজোড়া বিকাশ পর্বের ভাষণের পরই মোদির সওয়াল, ‘‘আমাদের আমলে দেশে মাও অধ্যুষিত জেলার সংখ্যা কমেছে৷ দেশের মানুষ এখনও আগের তুলনায় অনেক বেশি সুরক্ষিত৷’’ বলেন, ‘‘দেশের এক কোটি মানুষ অটল পেনশন যোজনার সঙ্গে যুক্ত হয়েছেন৷ ভারতে এখন ৮০ শতাংশরও বেশি ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে৷ যা আগে কখনওই ছিল না৷ গত ৪ বছরে ১০ কোটি এলপিজি কানেকশন দেওয়া হয়েছে৷’’  আগামী লোকসভা ভোটে মোদিকে হারাতে বিরোধী জোটপ্রসঙ্গে মোদির কটাক্ষ, ‘‘আমি ঈশ্বরের কাছে বিরোধী জোটের জন্য প্রার্থনা করছি৷ কারণ, যাঁরা জোট বেঁধেছেন, তাঁরা নিজেরাই দুর্নীতিগ্রস্ত৷ নিজেদের বাঁচাতে আজ দুর্নীতিগ্রস্তরা জোট বেঁধেছে৷’’

Advertisement

[২০১৯-এ মায়াবতীকেই প্রধানমন্ত্রীর মুখ হিসাবে প্রচারে বিএসপি]

পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করে মোদির মন্তব্য, ‘‘কংগ্রেস কখনও সার্বিক উন্নয়নের কথা ভাবেনি৷ কংগ্রেসের কাছে ক্ষমতাই একমাত্র লক্ষ্য৷ ৩৫০০ কোটি টাকার বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে৷ কিন্তু, কংগ্রেস কোটি কোটি টাকার দুর্নীতি করেছে৷ এখন হতাশা থেকে আশার দিকে এগোচ্ছে ভারত৷ কংগ্রেস শুধু ভোট ব্যাংকের জন্য কাজ করে৷ সদিচ্ছা নিয়ে সঠিক পথেই এগোচ্ছে কেন্দ্রীয় সরকার৷ কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হয় না সরকার৷ আজ এর ফল পাচ্ছে দেশের মানুষ৷’’

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ