Advertisement
Advertisement

জেটলির বাজেটে সন্তুষ্ট দালাল স্ট্রিট

স্টক মার্কেটে বিনিয়োগ করার এটাই সঠিক সময়, বলছে দালাল স্ট্রিট।

Dalal Street happy with Union Budget 2017
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 1, 2017 1:13 pm
  • Updated:August 12, 2021 6:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার পেশ হল সাধারণ বাজেট ২০১৭-১৮৷ জনসাধারণের জন্য কর ছাড়ের ঘোষণা করে নোট বাতিলের যন্ত্রণা অনেকটাই লাঘব করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ বিরোধীরা বাজেটকে দিশাহীন বলে আক্রমণ শানালেও, ভারতীয় অর্থনীতির প্রাণকেন্দ্র দালাল স্ট্রিট থেকে বাহবা পেয়েছেন তিনি৷ বাজেট ঘোষণার পরই উর্ধ্বমুখী নিফটি ও সেনসেক্স৷ গতবছর, ডিসেম্বরে সর্বনিম্ন ৭,৯০০ পয়েন্ট থেকে বেড়ে এদিন নিফটি পার করল ৮,৭০০ পয়েন্ট৷ সেনসেক্স পার করেছে ২৮,০০০ মার্ক৷ বাজেটে দীর্ঘ ও স্বল্প মেয়াদী করের হার অপরিবর্তিত থাকায় শেয়ার বাজারে সুফল পাওয়া গিয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷

করছাড়ে মহাখুশি মধ্যবিত্ত, গোঁসা শুধু বিরোধীদের

২০১৭-১৮ অর্থবর্ষে, রাজকোষ ঘাটতি জিডিপির ৩.২% ঘোষণা করে দালাল স্ট্রিটকে স্বস্তি দিলেন জেটলি৷ ইকুইটি ইন্টেলিজেন্স ইন্ডিয়ার পোর্টফোলিও ম্যানেজার পরিন্জু ভেলিয়াথ জানিয়েছেন যে, শেয়ার বাজার উর্ধ্বমুখী৷ স্টক মার্কেটে বিনিয়োগ করার এটাই সঠিক সময়৷ পরিকাঠামোগত ও জনগণের জন্য সরকারি খাতে বরাদ্দ বেড়ে যাওয়ায় আশাবাদী শেয়ার কারবারিরা৷ নগদের জোগানের অভাবে দেশে কেনাকাটায় খানিক ভাটা পড়েছিল৷ তা চাঙ্গা করতে করছাড়ের উপর জোর দেওয়া হতে পারে এমনটা প্রত্যাশা ছিলই৷ বিশেষজ্ঞদের ধারণা সঠিক প্রমাণ করে মধ্যবিত্তদের করে ঢালাও ছাড় মিলল বাজেটে৷ ২.৫-৫ লক্ষ টাকা যাঁদের উপার্জন তাঁদের করের বোঝা ১০ শতাংশ থেকে কমিয়ে করা হল ৫ শতাংশ৷

Advertisement

বাজেটে ধাক্কা মালিয়াদের, ঋণখেলাপিদের সম্পত্তি বাজেয়াপ্তে আসছে নতুন আইন

বাজেটে দাম বাড়ল তামাকজাত দ্রব্য এবং মোবাইল ফোনের

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ