Advertisement
Advertisement

পাওনা টাকা চাওয়ার শাস্তি, গোপনাঙ্গ কাটা হল দলিতের

উচ্চবর্নের জিতু সিংয়ের কাছে মাত্র ১,৫০০ টাকা পেতেন নেকসে রাম৷

Dalit asks for repayment of Rs. 1,500 loan, gets castrated
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 25, 2016 12:28 pm
  • Updated:September 25, 2016 12:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের ধার দেওয়া টাকা ফেরত চেয়েছিলেন৷ এই ছিল তাঁর অপরাধ৷ এই অপরাধেই ঋণদাতা দলিতের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল উচ্চবর্ণের ঋণগ্রহিতার বিরুদ্ধে৷ অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের হাথরাস শহরের বাসিন্দা নেকসে রামের৷

স্থানীয় সূত্রে খবর, ৪৫ বছরের নেকসে রাম পেশায় দিনমজুর ছিলেন৷ কিছুদিন আগে ১,৫০০ টাকা ধার দিয়েছিলেন জিতু সিং নামে এক উচ্চবর্ণের ব্যক্তিকে৷ কিন্তু জিতু কিছুতেই টাকা ফেরত দিচ্ছিল না৷ শুক্রবার সকালে জিতুর সঙ্গে দেখা হওয়া মাত্রই নিজের টাকা ফেরত চান নেকসে রাম৷ দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়৷ অভিযোগ, এরপরই রেগে গিয়ে ধারাল অস্ত্র দিয়ে নেকসে রামের গোপনাঙ্গ কেটে দেয় জিতু৷ তারপর রক্তাক্ত অবস্থায় তাঁকে সেখানে ফেলেই চলে যায় অভিযুক্ত৷

Advertisement

স্থানীয়রাই নেকসে রামের ভাই গয়া রামকে খবর দেন৷ গয়া রাম এসে ভাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ অবস্থার অবনতি হলে তাঁকে আলিগড় স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ সেখানেই মৃত্যু হয় দলিত প্রৌঢ়ের৷ নেকসে রামের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত জিতু সিংকে৷ চলছে জিজ্ঞাসাবাদ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement