Advertisement
Advertisement

Breaking News

হুরিয়তকে জঙ্গি সংগঠন ঘোষণা করুক কেন্দ্র, দাবি প্রাক্তন সেনাপ্রধানের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘হুরিয়ত কনফারেন্স’-এর বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন সেনাপ্রধান ও কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হুরিয়তকে জঙ্গি সংগঠন ঘোষণা করার দাবি তুলেছেন তিনি৷ হুরিয়ত নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানিয়ে প্রাক্তন সেনাপ্রধান বলেন, নইম খান ও বিত্তা কারাতেকে ‘পাবলিক সেফটি অ্যাকট অফ জম্মু […]

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 18, 2017 1:30 pm
  • Updated:May 18, 2017 1:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘হুরিয়ত কনফারেন্স’-এর বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন সেনাপ্রধান ও কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হুরিয়তকে জঙ্গি সংগঠন ঘোষণা করার দাবি তুলেছেন তিনি৷ হুরিয়ত নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানিয়ে প্রাক্তন সেনাপ্রধান বলেন, নইম খান ও বিত্তা কারাতেকে ‘পাবলিক সেফটি অ্যাকট অফ জম্মু অ্যান্ড কাশ্মীরের’ আওতায় এক্ষুনি জেলে পোরা হোক৷

[করণ জোহরের ছবির অফার ফিরিয়ে দিলেন ‘বাহুবলী’ প্রভাস]

কাশ্মীরে অশান্তির জন্য হুরিয়তকে দায়ী করে ভি কে সিং বলেন সৈয়দ আলী শাহ গিলানির মতো নেতারা গৃহবন্দি হলেও বেশ আরামে দিন কাটাচ্ছেন৷ তাঁদের সন্ত্রাস ছড়ানোর দায়ে কেন্দ্রীয় কারাগারে স্তানান্তরিত করা উচিত৷ পাকিস্তানের থেকে টাকা নিয়ে  কাশ্মীরে স্কুলে আগুন ধরিয়েছে বলে প্রকাশ্যেই মেনে নিয়েছে হুরিয়ত নেতারা, জানিয়েছেন সিং৷ ওই সাক্ষাৎকারে প্রাক্তন সেনাপ্রধান বলেন, স্বার্থান্বেষী ও পাকিস্তানের ‘চাকর’ হুরিয়ত নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নিক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সরকার৷

Advertisement

[হ্যাক হল Zomato, চুরি গেল ১ কোটিরও বেশি গ্রাহকের তথ্য]

উল্লেখ্য, ‘ইন্ডিয়া টুডে’র একটি স্টিং অপারেশনে হুরিয়ত নেতা নইম খান স্বীকার করেন, কাশ্মীরে পাথর নিক্ষেপকারীদের টাকার জোগান দিচ্ছে পাকিস্তান৷ এছাড়াও কাশ্মীর উপত্যকায় পাকিস্তানের টাকা নিয়ে বিক্ষোভ ছড়াতে  মদত দিচ্ছে হুরিয়ত নেতা গাজী জাভেদ বাবা, ফারুক আহমেদ দার ও অন্যান্যরা৷

Advertisement

[দৈবিক না বিরল, একচক্ষু ছাগলছানাকে নিয়ে হুলস্থুল গোটা গ্রাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ