Advertisement
Advertisement

ষড়যন্ত্র করলে যোগ্য জবাব পাবে পাকিস্তান, হুঁশিয়ারি পারিক্করের

প্রতিটি প্রত্যাঘাতের যোগ্য জবাব দেওয়া হবে বলেই জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী৷

Defence Minister says Pakistan will get a befitting reply again if conspiracy  continues
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 1, 2016 6:29 pm
  • Updated:October 1, 2016 8:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে প্রশ্নটা ঘুরছিল৷ সারা দেশ যখন মোদিকে সাহসী পদক্ষেপের জন্য কুর্নিশ জানাচ্ছে, তখন কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন, এই সাহস বরাবর ধরে রাখতে পারবেন তো মোদি? তিনি নিজে না হলেও সে প্রশ্নের জবাব যেন দিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷

সার্জিক্যাল পদক্ষেপ একদিকে যেমন মোদিকে রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থান দিয়েছে, অন্যদিকে তেমন সংকটের সামনেও দাঁড় করিয়েছে৷ কেননা এরপর আর কোনওরকম হামলার ক্ষেত্রে কোনও নরম জবাব মেনে নেবে না জনগণ৷ একদিকে পরপর পাকিস্তানের হামলার একটা জবাব দেওয়া প্রয়োজন ছিল৷ অন্যদিকে জনগণের বাড়তে থাকা ক্ষোভ প্রশমনেরও একটা রাস্তা বের করা জরুরি ছিল৷ সার্জিক্যাল স্ট্রাইক সেই পথ দেখিয়েছে৷ কিন্তু প্রশ্নটা ছিল, এরপর কী? অটলবিহারী বাজপেয়ীর কথা মাথায় রেখেও বলা হচ্ছে, মোদি যে সাহস দেখিয়েছেন, তা সাম্প্রতিক অতীতে কোনও প্রধানমন্ত্রী দেখাতে পারেননি৷ কিন্তু এরপর যদি জঙ্গি হানা হয়, তখন প্রতি ক্ষেত্রেই কি এই সাহস দেখাতে পারবেন প্রধানমন্ত্রী? তারই যেন উত্তর মিলল প্রতিরক্ষা মন্ত্রীর কথায়৷ এদিন তিনি সাফ জানিয়ে দিলেন, পাকিস্তান যদি ফের ষড়যন্ত্র করে তাহলে যোগ্য জবাব পাবে৷ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের ধাক্কা এখনও পাকিস্তান সামলে উঠতে পারেনি বলেই মত পারিক্করের৷ একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, ভারতের নীরবতাকে যেন পাকিস্তান দূর্বলতা বলে ভেবে না নেয়৷ প্রতিটি প্রত্যাঘাতের যোগ্য জবাব দেওয়া হবে বলেই জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement