Advertisement
Advertisement

নোট বাতিলের সিদ্ধান্ত বৈপ্লবিক: আন্না হাজারে

নোট বাতিল হয়ে যাওয়ার ঘটনায় দেশে নির্বাচনী প্রক্রিয়ায় যে স্বচ্ছ হতে চলেছে, সেই বিষয়ে আস্থা দেখিয়েছেন তিনি৷

Demonetisation a 'revolutionary' step: Anna Hazare
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 18, 2016 8:50 pm
  • Updated:November 18, 2016 8:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকার রমরমা রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন জানালেন আন্না হাজারে৷ কালো টাকার লেনদেন রুখতে দেশে নোট বাতিলের সিদ্ধান্তকে শুক্রবার তিনি ‘বৈপ্লবিক’ আখ্যা দেন৷ সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “নোট বাতিলের ফলে দেশে কালো টাকার রমরমা রোখা সম্ভব হবে৷ যার মাধ্যমে সন্ত্রাস এবং দুর্নীতি দমন করাও আগের চেয়ে অনেক সহজ হবে৷ আগের সরকার দেশে কালো টাকা রুখতে কোনওরকম পদক্ষেপই নেয়নি৷ কিন্তু নয়া সরকারের এই পদক্ষেপ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আরও মজবুত করবে৷”

নোট বাতিল ইস্যুতে বিশিষ্ট সমাজকর্মী এই কালো টাকা বাতিলে নির্বাচনের উপর প্রভাব সম্পর্কেও মন্তব্য করেন৷ সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “কালো টাকা রোখার এই অভিযান দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচনী প্রক্রিয়ায় গভীর প্রভাব ফেলবে৷” শুধু তাই নয়, নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলির দলীয় খাতে প্রচুর টাকা ২০,০০০ এর কম রশিদে জমা পড়ে বলেও আন্না জানিয়েছেন৷

Advertisement

নোট বাতিল হয়ে যাওয়ার ঘটনায় দেশে নির্বাচনী প্রক্রিয়ায় যে স্বচ্ছ হতে চলেছে, সেই বিষয়ে আস্থা দেখিয়েছেন তিনি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ