Advertisement
Advertisement

Breaking News

নোট বাতিলে বড় সংকট থেকে বেঁচেছে দেশ, মত অনিল বোকিলের

আর্থিক বৃদ্ধি কমা সত্ত্বেও কেন একথা মনে করছেন তিনি?

Demonetisation saved India from 2008 like economic crisis: Anil Bokil
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 2, 2017 6:41 am
  • Updated:October 1, 2019 1:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের জেরে অর্থনীতিতে ধস৷ চলতি আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকেই কমেছে আর্থিক বৃদ্ধির হার৷ তা নিয়ে সমালোচনায় উত্তাল গোটা দেশ৷ কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়েও নোট বাতিলকে যুক্তিযুক্ত বলেই মনে করছেন অনিল বোকিল৷ যাঁর পরমার্শ মতোই নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ তাঁর মতে, গত নভেম্বরে নোট বাতিল না হলে বড় সংকটে পড়ত দেশ৷ ২০০৮ সালে মার্কিন মুলুকে যেরকম অর্থনৈতিক সংকট দেখা গিয়েছিল, ভারতেও তা দেখা দিত বলেই মত তাঁর৷

২০০৮-০৯ সাল নাগাদ গোটা বিশ্বই অর্থনৈতিক সংকট বা রিসেশনের মুখে পড়েছিল৷ কিন্তু সেই সংকটের মুখেও ভারতীয় অর্থনীতির শিরদাঁড়া মোটামুটি মজবুতই ছিল৷ কিন্তু তারপর থেকে অবস্থা বদলায়৷ বাজারে টাকার জোগান বেশি হয়৷ তুলনায় পণ্য কম৷ অর্থনীতির পরিভাষায় এই পরিস্থিতিকে ‘ক্যাশ বাবল’ বলা হয়৷ তখন প্রয়োজন হয় ফেন্সিং বা ছাঁটাইয়ের৷ ঠিক যেরকম গাছের ডালাপালা বড় হলে সেগুলোকে কিঞ্চিৎ ছেঁটে ফেলতে হয়৷ অনিল বোকিলের মতে, নোট বাতিল ভারতের ক্ষেত্রে ঠিক সেই কাজই করেছে৷ নয়তো ভারতকেও অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হত৷

Advertisement

[ জানেন, কার পরামর্শে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন মোদি? ]

Advertisement

গত ৮ নভেম্বর আচমকা নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী৷ তাতে দিশেহারা হয় গোটা দেশ৷ সমালোচনার ঢেউ ওঠে৷ কিন্তু একদিনে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ পরে জানা যায়, এ নিয়ে অনেকের মতামত নিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ তাঁর মধ্যে অন্যতম ছিলেন এই অনিল বোকিল৷ মোটে ৯ মিনিটের একটি প্রেজেন্টেশন দিয়েছিলেন তিনি৷ সেখানে অন্যান্য অনেক সুপারিশের পাশাপাশি ছিল এই নোট বাতিলের প্রসঙ্গও৷ ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পক্ষে মত দিয়েছিলেন তিনি৷ তাঁর সুপারিশের একাংশ মেনে নোট বাতিলের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী৷

এরপর বেশ কয়েক মাস কেটে গিয়েছে৷ এর মধ্যেই এসেছে জিএসটি৷ জোড়া ধাক্কায় দেশের উৎপাদন কমেছে৷ পাল্লা দিয়ে কমেছে জিডিপি-ও৷ ফলত সমালোচনা তুঙ্গে বিরোধীদের৷ বেশ চাপে শাসকদল৷ কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়েও নোট বাতিলকেই সমর্থন করছেন অনিল বোকিল৷ তাঁর মতে, বিরোধিতা যা হচ্ছে তা অনেকটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷ তাঁর মতে, শুধু কালো টাকা রোখাই নয়, সমাজ বিরোধীদের হাতেও টাকা গিয়েছিল৷ নোট বাতিল না হলে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হত না৷ কিন্তু যদি ৯৯ শতাংশ নোট আরবিআই-এর ঘরেই ফিরে আসে, তাহলেও এই তত্ত্ব মেনে নেওয়া যায় কি? সে প্রশ্ন অবশ্য ঝুলেই থাকল৷

গোরক্ষপুরে শিশুমৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ‘হিরো’ চিকিৎসক কাফিল খান ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ