Advertisement
Advertisement
Derek O'Brien

সংসদীয় কমিটি পুনর্গঠনে ঢিলেমি, কেন্দ্রের উপর চাপ বাড়াতে নাড্ডাকে চিঠি তৃণমূলের

ডেরেকের অভিযোগ, এই কমিটিগুলি গঠন না হওয়ায় বহু গুরুত্বপূর্ণ বিল কোনওরকম স্ক্রুটিনি ছাড়া পাশ করাচ্ছে সরকার।

Derek O'Brien writes to JP Nadda over department related parliamentary standing committee
Published by: Subhajit Mandal
  • Posted:August 28, 2024 10:28 am
  • Updated:August 29, 2024 4:26 pm

নন্দিতা রায়, নয়াদিল্লি: নতুন সরকার গঠনের পর প্রায় ৪ মাস হতে চলল। সংসদের আস্ত অধিবেশনও শেষ। অথচ এখনও কোনও মন্ত্রকেরই সংসদীয় কমিটি গঠন হয়নি। ফলে গুরুত্বপূর্ণ বিল সরকার পাশ করাচ্ছে কোনওরকম স্ক্রুটিনি ছাড়াই। এই অভিযোগে এবার সরব তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন (Derek O’Brien) দ্রুত সংসদীয় কমিটিগুলি গঠন করার দাবিতে জেপি নাড্ডাকে চিঠি লিখলেন।

জেপি নাড্ডা একাধারে বিজেপি সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পাশাপাশি রাজ্যসভার দলনেতাও। রাজ্যসভার দলনেতার কাছে চিঠি লিখে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেকের দাবি, অবিলম্বে সব সংসদীয় কমিটি গঠন করতে হবে। চিঠিতে ডেরেক বলছেন, “সরকার আশ্বাস দিয়েছিল বাদল অধিবেশন শেষ হওয়ার আগেই সংসদের সব মন্ত্রকের কমিটি গঠন হয়ে যাবে। কিন্তু আগস্ট পেরোতে চলল অথচ এসব নিয়ে ভ্রূক্ষেপ নেই শাসকদলের।” আসলে আগের তুলনায় এবার শক্তিক্ষয় হয়েছে বিজেপির। বিরোধী শিবিরের সংখ্যাবল অনেক বেড়েছে। ফলে সংসদীয় কমিটিগুলিতেও এবার গুরুত্ব বাড়বে বিরোধীদের। সম্ভবত সেকারণেই ‘ঢিলেমি’ কেন্দ্রের। 

Advertisement

[আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ১২ সাংসদ, রাজ্যসভায় ‘ম্যাজিক ফিগার’ ছুঁল NDA

চিঠিতে তৃণমূলের রাজ্যসভার দলনেতা লিখেছেন, “সব দলকে বলা হয়েছিল ১৭ জুলাইয়ের মধ্যে নিজেদের প্রতিনিধিদের নাম জানিয়ে দিতে। তৃণমূল ১২ জুলাইয়ের মধ্যে সব কমিটিতে নিজেদের প্রতিনিধিদের নাম জানিয়ে দেয়। আমাদের মৌখিকভাবে আশ্বাস দেওয়া হয়েছিল কমিটি গঠন হয়ে যাবে বাদল অধিবেশন চলাকালীনই। অথচ, আগস্টের শেষেও সেটা হল না।”

[আরও পড়ুন: সোশাল মিডিয়ায় ভারত-বিরোধী পোস্টে ‘লাইক’, বাংলাদেশি ছাত্রীকে দেশে ফেরাল NIT]

ডেরেকের অভিযোগ, এই কমিটিগুলি গঠন না হওয়ায় বহু গুরুত্বপূর্ণ বিল কোনওরকম স্ক্রুটিনি ছাড়া পাশ করাচ্ছে সরকার। অথচ গুরুত্বপূর্ণ বিলগুলিতে সংশোধনের দাবি উঠলে সেটা এই কমিটিতে পাঠানোর কথা। এই নতুন নয়, বরাবরই মোদি সরকার সংসদীয় কমিটিগুলিকে এড়িয়ে সরাসরি বিল পাশ করিয়ে নেয় বলে দাবি তৃণমূলের দলনেতার। পরিসংখ্যান তুলে ধরে তাঁর দাবি, ২০১৪-২৪ পর্যন্ত ১০ বছরে মাত্র ১৩ শতাংশ বিল স্ক্রুটিনির জন্য পাঠিয়েছে সরকার।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement