Advertisement
Advertisement
Ram Mandir Inauguration

মোদি নন, রামলালার প্রাণপ্রতিষ্ঠার আচার সামলাবেন যজমান অনিল মিশ্র, জানেন তাঁর পরিচয়?

ইতিমধ্যেই ধর্মীয় আচার শুরু করেছেন এই চিকিৎসক।

Details of Anil Mishra, yajman of Ram Mandir Inauguration | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 18, 2024 8:11 pm
  • Updated:January 18, 2024 8:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামমন্দির উদ্বোধন (Ram Mandir Inauguration) করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু মন্দিরের পুজোর যজমান হচ্ছেন অন্য কেউ! জানা গিয়েছে, ড. অনিল মিশ্র নামে এক ব্যক্তির যজমানিতেই যাবতীয় ধর্মীয় আচার চলছে অযোধ্যার (Ayodhya) মন্দিরে। ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া যাবতীয় ধর্মীয় আচারে অংশ নিচ্ছেন তিনিই। সঙ্গে রয়েছেন অনিলের স্ত্রী উষা মিশ্র। দুজনের যজমানিতেই আগামী ২২ জানুয়ারি প্রাণ পাবেন রামলালা।

কে এই ড. অনিল মিশ্র? জানা গিয়েছে ৬২ বছরে অনিল দীর্ঘদিন ধরে আরএসএসের কর্মী ছিলেন। রামমন্দির (Ram Mandir) উদ্বোধন আন্দোলনের প্রথম থেকেই যুক্ত ছিলেন। সুপ্রিম কোর্টের রায়ের পরে রামমন্দির তৈরি তদারকি করতে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট গঠন করে সরকার। সেই ট্রাস্টের অন্যতম সদস্যও ছিলেন এই হোমিওপ্যাথি চিকিৎসক।

Advertisement

[আরও পড়ুন: প্রেমিকাকে খুন করে আত্মঘাতী! যুবকের মোবাইলেই মিলল অপরাধের সংকেত]

দীর্ঘদিন ধরেই অযোধ্যায় বসবাস করেন অনিল মিশ্র। প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে ওই শহরের বাসিন্দা তিনি। ১৯৮১ সালে হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা শেষ করে অযোধ্যাতেই চিকিৎসক হিসাবে কাজ শুরু করেন। উত্তরপ্রদেশের হোমিওপ্যাথি বোর্ডের সদস্যও ছিলেন। তবে আপাতত কাজ থেকে অবসর নিয়েছেন তিনি।

Advertisement

গত ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার ধর্মীয় আচার। সরযূ নদীর জলে স্নান করে, পঞ্চগব্য গ্রহণ করে পুজোর সূচনা করেন অনিলই। বিশেষ যজ্ঞ করেন তাঁর স্ত্রীও। তবে শেষ পর্যন্ত যজমান হিসাবে থাকবে তাঁদের নামই। কেবল মন্দির উদ্বোধন অর্থাৎ ২২ জানুয়ারি যজমানের তালিকায় যোগ হবে প্রধানমন্ত্রীর (Narendra Modi) নাম।

[আরও পড়ুন: সংসদে গ্যাস হামলা: অভিযুক্তের জামিন নাকচ, থাকতে হবে জেলেই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ