Advertisement
Advertisement

Breaking News

সুস্থ হয়ে উঠুন করুণানিধি, হাসপাতালের বাইরে ‘যমরাজ দূর হটো’ স্লোগান সমর্থকদের

অনেকের মনেই ফিরে এসেছে জয়ললিতার স্মৃতি।

DMK chief M. Karunanidhi’s health deteriorates, supporters throng hospital
Published by: Saroj Darbar
  • Posted:July 30, 2018 9:30 am
  • Updated:July 30, 2018 1:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যমরাজ দূর হটো- সমর্থকদের স্লোগানে মুখরিত হাসপাতাল চত্বর। রবিবার সন্ধে থেকেই চেন্নাইয়ের কাবেরি হাসপাতালের সামনে ডিএমকে সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ডিএমকে প্রধান করুণানিধির স্বাস্থ্যের অবনতি হওয়ার পরই কাতারে কাতারে আসতে থাকেন দলীয় সমর্থকরা। পরে হাসপাতালের তরফে জানানো হয়, সংকট কাটিয়ে এখন অনেকটাই সুস্থতার পথে করুণানিধি।

মা-বাবার দেখভাল না করলে বেতনে কোপ, অসমে চালু হচ্ছে নয়া আইন ]

Advertisement

বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভরতি প্রবীণ এই নেতা। নিজের দলের সমর্থকরা তো বটেই, অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও তাঁকে দেখতে যাচ্ছেন বা গিয়েছেন। তাঁকে দেখে এসেছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুও। মূত্রনালীতে সংক্রমণের জেরে দীর্ঘদিনই অসুস্থ। তবে বাড়াবাড়ি হওয়ায় হাসপাতালে ভরতি করানো হয় তাঁকে। রবিবার আচমকাই তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। করুণানিধির স্বাস্থ্য সংকটের খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্যরা হাসপাতালে হাজির হন। একই সঙ্গে দলীয় সমর্থকরাও ভিড় জমাতে শুরু করেন। কেউ কেউ যমরাজ দূর হটো বলে স্লোগানও দিতে শুরু করেন।

Advertisement

একটা সময় প্রবল ভিড়ে হাসপাতালের সামনে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। পরে হাসপাতালের তরফে জানানো হয় সংকট কেটেছে করুণানিধির। তাঁর পুত্র স্টালিন সমর্থকদের জানান, বর্ষীয়ান নেতার শরীরের হাল খারাপ হয়েছিল ঠিকই। তবে তড়িঘড়ি চিকিৎসকরা পদক্ষেপ করেন। আপাতত তিনি সুস্থই আছেন, সংকট কেটেছে। ডাক্তাররা তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন। সমর্থকদের আশ্বস্ত করার চেষ্টা করেন স্টালিন। ফিরেও যেতে বলেন। কিন্তু তাঁর আশ্বাসের পরেও অবশ্য ভিড় কমছে না। অনেকের মনেই ফিরে এসেছে জয়ললিতার স্মৃতি। হয়তো বাড়তে থাকা ভিড় সরাতেই এমন আশ্বাস দেওয়া হয়েছে বলে অনেকের বিশ্বাস। শেষমেশ পুলিশকে ময়দানে নেমে বাধ্য হয়ে মৃদু বলপ্রয়োগ করতে হয়। তবে করুণানিধির স্বাস্থ্য নিইয়ে উদ্বেগ এখনও থেকেই গেল। হাসপাতালের পরবর্তী বিবৃতির দিকে তাকিয়ে আছে গোটা দেশ।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ