Advertisement
Advertisement

Breaking News

ক্ষতিপূরণ চাই না ধর্ষকের শাস্তি চাই, আরজি মান্দসৌরে নির্যাতিতার বাবার

মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেসের৷

Don’t need compensation, says Mandsour rape victims father
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 1, 2018 3:35 pm
  • Updated:July 1, 2018 3:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষতিপূরণ চাই না, কাতর আরজি নাবালিকা নির্যাতিতা বাবার৷ গত মঙ্গলবার স্কুল থেকে ফেরার পথে ৮ বছরের নাবালিকাকে দফায় দফায় ধর্ষণ করে ইরফান নামের স্থানীয় এক যুবক৷ প্রমাণ লোপাট করার জন্য তাঁকে খুনেরও চেষ্টা করা হয়৷ ঘটনায় নৃশংসতায় চমকে গিয়েছে গোটা দেশ, দেশজুড়ে প্রতিবাদও শুরু করেছে বিরোধীরা৷ প্রশ্ন উঠে গিয়েছে মধ্যপ্রদেশের নিরাপত্তা নিয়ে৷ অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ খোদ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পদত্যাগ দাবি করছে কংগ্রেস৷

[প্রত্যাশাপূরণে ব্যর্থ জিএসটি, বর্ষপূর্তিতে মোদিকে তোপ কংগ্রেসের]

ভোটের বছরে এই ধর্ষণের ঘটনা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে শিবরাজ সিং সরকারকে৷ স্বাভাবিকভাবেই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে সরকার৷ ইতিমধ্যেই নির্যাতিতার বাবাকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে সরকারের তরফে৷ সেই সঙ্গে নির্যাতিতার চিকিৎসার সমস্ত খরচ বহন করার দায়িত্ব নিয়েছে সরকার৷ আজ মধ্যপ্রদেশের মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী অর্চনা চিন্তিস নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছেন৷ তিনি বৈঠক শেষে জানান দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে৷

কদিন আগেই আসিফা গণধর্ষণ কাণ্ডে রীতিমতো তোলপাড় হয়ে উঠেছিল জাতীয় রাজনীতি৷ এবারেও এই ধর্ষণের ঘটনায় রীতিমতো রাজনীতির জলঘোলা শুরু হয়ে গিয়েছে৷ কিন্তু এসব জলঘোলার মধ্যে নির্যাতিতার বাবা-মা কী চাইছেন সে খবর হয়তো কেউই রাখছেন না৷ মধ্যপ্রদেশ সরকার কার্যত বিনা অনুমতিতেই ক্ষতিপূরণের টাকা ঢুকিয়ে দিয়েছেন নির্যাতিতার বাবার অ্যাকাউন্টে৷ অথচ তিনি নিজে বলছেন, ক্ষতিপূরণ তাঁর চাই না, তিনি শুধু চান অভিযুক্তরা শাস্তি পাক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ