Advertisement
Advertisement

কালো টাকা সাদা নয়, আমানতকারীদের হুঁশিয়ারি কেন্দ্রর

আরও কড়া হয়েছে প্রশাসন৷

Don't try to convert black money into white, Centre warns defaulters
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 18, 2016 4:19 pm
  • Updated:November 18, 2016 4:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার কালোবাজারি রুখতে দেশের অভ্যন্তরেই সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর এতে সাধারণ মানুষ সাময়িক ভাবে খুচরোর সমস্যায় নাজেহাল হলেও গোটা ঘটনায় ঘুম উড়ে গিয়েছে কালো টাকা আমানতকারীদের৷ কেউ টাকা পুড়িয়ে দিচ্ছেন, কেউ বা আবার থরে থরে সাজানো ৫০০ আর ১০০০ টাকার নোট ভাসিয়ে দিচ্ছেন জলে৷

প্রশাসনের কড়া নজর এড়িয়ে কালো টাকা এদিক থেকে ওদিক পাচার করাও সমস্যার হয়ে দাঁড়িয়েছে৷ এই অবস্থায় কালো টাকা আমানতকারীরা নিজেদের কালো টাকা পরিবর্তন করে নতুন নোট নিতে একেবারে মরিয়া হয়ে উঠেছে৷ বাড়ির দৈনন্দিন কাজে নিযুক্ত ব্যক্তি, গাড়ির চালক কিংবা পরিচিতদের সেই টাকা রাখার জন্য রীতিমতো অনুরোধ করছেন বলেও জানা গিয়েছে৷ অন্যের অ্যাকাউন্টে নিজেদের কালো টাকা রাখার জন্য নাকি ঘুষও দিতে চাইছেন৷ যেন তেন প্রকারে তাঁরা চেষ্টা করে যাচ্ছেন এই কালো টাকাগুলি যাতে কোনওভাবেই মূল্যহীন না হয়ে পড়ে৷

Advertisement

কিন্তু তাঁদের এই চেষ্টার কথা জানতে পেরেই আরও কড়া হয়েছে প্রশাসন৷ শুক্রবার সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কালো টাকার মালিকরা সেই নোট বদল করে নতুন নোট নেওয়ার চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন৷ ব্যাঙ্কে কালো টাকা জমা দিয়ে নিজেদের দোষ স্বীকার না করলেও সমস্যার সম্মুখীন হবেন তাঁরা৷ পাশাপাশি, তাঁদের টাকা যদি অন্য কোনও ব্যক্তিও নিজেদের ব্যাঙ্কে রাখেন তাঁদেরও শাস্তি দেওয়া হবে বলে জানানো হয় কেন্দ্রের তরফে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement