Advertisement
Advertisement
Ballistic Missile

ঘুম উড়বে পাকিস্তানের, আওতায় চিনও, এবার ৯০০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত

পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।

DRDO is making submarine launched ballistic missile
Published by: Kishore Ghosh
  • Posted:September 11, 2024 2:00 pm
  • Updated:September 11, 2024 2:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুম উড়বে পাকিস্তানের, চিন্তায় চিনও। এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে DRDO। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র থাকবে নৌসেনার ডুবোজাহাজে। ব্যালেস্টিক মিশাইলের পোশাকি নাম কে-৫। DRDO সূত্রে খবর, ৯০০০ কিমি দূরে হামলা চালাতে সক্ষম এই আধুনিক অস্ত্র। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রটি ২০০০ কেজি বিস্ফোরক বহন করতে পারে।

কে-৫ বিপজ্জনক কারণ ‘শত্রুপক্ষের’ রাডারে ধরা পড়বে না এই ক্ষেপণাস্ত্র। পাশাপাশি এমআইআরভি প্রযুক্তি ব্যবহার করায় একসঙ্গে একাধিক নিশানায় হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি। ইতিমধ্যে ভারতের কাছে রয়েছে কে-৪ ক্ষেপণাস্ত্র। সেটি ৭৫০ থেকে ৩৫০০ কিলোমিটার দূরত্বে হামলা চালাতে পারে। এবার কে-৫ এবং কে-৬ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ডিআরডিও। ৩৯ ফুট দৈর্ঘ্যের কে-৬ ক্ষেপণাস্ত্র তিন হাজার কেজি ওজনের পরমাণু অস্ত্র বহন করতে পারবে। ৮ থেকে ১২ হাজার কিলোমিটার দূরত্বে হামলা চালাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।

Advertisement

 

[আরও পড়ুন: ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন উপত্যকায়, পাক সেনার গোলায় আহত বিএসএফ জওয়ান]

অর্থাৎ, পাল্লার হিসেবে ভারত মহাসাগরীয় অঞ্চল থেকে যদি এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তা হলে পাকিস্তান এবং চিনের বহু এলাকা এর আওতায় চলে আসবে বলেই মনে করা হচ্ছে। কয়েক মিনিটের মধ্যে সেই সব এলাকায় ধ্বংস করে দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। স্বভাবতই DRDO-র নতুন প্রকল্প নিয়ে চিন্তায় পাকিস্তান ও চিন।

 

[আরও পড়ুন: মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, লরি খালে পড়ে মৃত ৭]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement