সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে কাঁপল দিল্লি। সোমবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ আচমকাই কেঁপে ওঠে দিল্লি, নয়ডা, গাজিয়াবাদের বিস্তীর্ণ এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪। তবে কম মাত্রার ভূমিকম্প হলেও ভালোরকম কম্পন অনুভব করেছেন দিল্লিবাসী। এহেন পরিস্থিতিতে সকলকে শান্ত এবং সতর্ক থাকতে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Tremors were felt in Delhi and nearby areas. Urging everyone to stay calm and follow safety precautions, staying alert for possible aftershocks. Authorities are keeping a close watch on the situation.
— Narendra Modi (@narendramodi) February 17, 2025
ন্যাশনাল সেন্টার অফ সেসমিলজি সূত্রে খবর, সোমবার সকাল ৫টা ৩৬ মিনিটে কেঁপেছে দিল্লির বিস্তীর্ণ এলাকা। দক্ষিণ দিল্লির ধৌলাকুঁয়াতে কম্পনের উৎসস্থল। সেখানে অবস্থিত দুর্গাবাই দেশমুখ কলেজ অফ স্পেশ্যাল এডুকেশনের কাছেই কম্পন তৈরি হয়েছে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের এপিসেন্টার। রিখটার স্কেলে ৪ মাত্রায় ভূমিকম্প হলেও যথেষ্ট বেশি কম্পন অনুভব করেছেন দিল্লিবাসী। আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। ঘরের মধ্যে দুলতে থাকা জিনিসপত্রের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অনেকে। তবে এখনও কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
আমজনতার অনেকেই ভেবেছিলেন, হয়তো অনেক বেশি মাত্রার কম্পন হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, কম্পনের মাত্রা কম হলেও সেটা তৈরি হয়েছে ভূপৃষ্ঠের খুব কাছে। তার জেরেই বেশি কম্পন অনুভূত হয়েছে। তবে এখনও সেভাবে আফটার শক অনুভব করতে পারেননি দিল্লিবাসী। এহেন পরিস্থিতিতে সকলকে শান্ত থাকতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। ভূমিকম্পের খবর পেয়েই এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘দিল্লি-সহ আশেপাশের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তাই সকলকে শান্ত থাকতে অনুরোধ করছি। আফটার শক হতে পারে তাই সতর্ক থাকুন, সুরক্ষিত থাকতে যথাযথ নিয়মাবলি পালন করুন। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।’ দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশীও উদ্বেগ প্রকাশ করেছেন এক্স হ্যান্ডেলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.